পারফর্ম করেই জাতীয় দলে ফিরতে চাইঃ জুনায়েদ সিদ্দিকী

সাকিব শাওন »

তখনকার সময়ে ইংলিশ কন্ডিশনে বিশ্বের নামীদামী পেসারদের সামাল দেয়া কঠিন ব্যাপার ছিলো বাংলাদেশি ক্রিকেটারদের জন্য। দেশের ক্রিকেট ইতিহাস ঘাটলে খুব বেশি পেছনে যেতে হবে না, যখন জুনায়েদ সিদ্দিকীর নামটা আসবে প্রথমেই সবার চোখ চলে যাবে লর্ডসে ইংলিশ পেসারদের বিপক্ষে ব্যাক টু ব্যাক ফিফটিতে। লম্বা সময় ধরে জাতীয় দলে থাকলেও পরবর্তীতে একসময় বাদ পড়েন দল থেকে। তবে এখন এ নিয়ে আর আক্ষেপ না করলেও রয়েছে চাপা দীর্ঘ শ্বাস। জাতীয় দলের হয়ে খেলার আশা এখনো ছাড়েননি জুনায়েদ সিদ্দিকী। বিশ্বাস করেন পারফরম্যান্সের ধারাবাহিকতা থাকলে আবার দলে সুযোগ মিলবে। দেশের হয়ে ১৯টি টেস্ট, ৫৪টি ওয়ানডে ও ৭ টি-টোয়েন্টিতে জুনায়েদ সিদ্দিকী করেছেন ২৩৩০ রান। ৭ ফিফটির পাশাপাশি করেছেন ২ সেঞ্চুরি।

জুনায়েদ সিদ্দিকীর সাথে মুঠোফোনে দীর্ঘ আলোচনায় উঠে এসেছে অনেক কিছুই। নিউজ ক্রিকেট ২৪ ডট কমকে জানিয়েছেন নিজের ভবিষ্যৎ পরিকল্পনাও।

পাঠকদের জন্য পুরো সাক্ষাৎকার হুবহু তুলে ধরা হলো।

নিউজ ক্রিকেটঃ খেলাধুলা নেই এখন বাসাতে কিভাবে সময় কেমন কাটছে?

জুনায়েদ সিদ্দিকীঃ আলহামদুলিল্লাহ্ ভালো কাটছে, বাসাতেই আছি, নামায-কালাম করছি। মাঝে মাঝে ফিটনেস নিয়েও কাজ করছি, ট্রেডমিলের মাধ্যমে দৌড়াদৌড়ি টা ভালোই হচ্ছে। সবচেয়ে বড় ব্যাপার হলো পরিবারের সাথে ভালো সময় পার করছি। সাধারণত এতো সময় পরিবারের সাথে কখনো থাকা হয়না সে দিক থেকে বলবো ভালো লাগছে অনেক।

নিউজ ক্রিকেটঃ লর্ডসের মাঠে দুই ইনিংসেই ফিফটি এটা কতটা রোমাঞ্চকর আপনার কাছে?

জুনায়েদ সিদ্দিকীঃ লর্ডসের মতো মাঠে ব্যাক টু ব্যাক ফিফটি আমি মনে করি অনেক বড় একটা পাওয়া। একটু খারাপ লাগা আছে কারণ সেঞ্চুরি হলে নিজের কাছেই ভালো লাগতো অনেক। লর্ডসকে ক্রিকেটের মক্কা বলা হয়, সকল ব্যাটসম্যানেরই স্বপ্ন থাকে লর্ডসের মাঠে একবার হলেও সেঞ্চুরি করে নিজের নাম অনার্স বোর্ডে স্থাপন করা। আমার সুযোগ এসেছিলো কিন্তু কাজে লাগাতে পারিনি সে দিক থেকে এখনো খারাপ লাগা কাজ করে।

নিউজ ক্রিকেটঃ বিপিএলটা কতটা উপভোগ করেন?

জুনায়েদ সিদ্দিকীঃ আমি সবসময় টি-২০ ক্রিকেটটা উপভোগ করি। আর আমার বিপিএলের রেকর্ডও ভালো। মাঝে ১ টা বছর আমি খেলতে পারিনি যার কারণে অনেক পিঁছিয়ে গিয়েছি। বিপিএল টুর্নামেন্টের মাধ্যমে দেশ বিদেশের অনেক তারকা ক্রিকেটারের সাথে একই দলে ম্যাচ খেলা যায় যেটা আমি উপভোগ করি অনেক। আর আমার আন্তজার্তিক টি-২০ শুরু টাও খুব ভালো হয়েছিলো। অভিষেক ম্যাচেই আমি ম্যাচসেরা হয়েছিলাম যদিও ম্যাচটি পরবর্তীতে হেরে গিয়েছিলাম। এরপর টি-২০ তে সুযোগ পাইনি খুব একটা টেস্ট দলে থাকার কারণে।

নিউজ ক্রিকেটঃ অনেক বছর দলে নেই সেক্ষেত্রে ড্রেসিংরুমের কোন জিনিসটি এখনো খুব বেশি মিস করেন?

জুনায়েদ সিদ্দিকীঃ আমি আমার টিমমেটদের খুবই মিস করি। পরিবারের বাইরে তারাও আমার একটা পরিবার ছিলো। তাদের সাথে সবথেকে বেশি সময় কাটানো হতো দলে আসার পর থেকে। সে কারণে তাদের এখন খুব মিস করি। চেষ্টা করছি আবারো দলে ফেরার জন্য বাকিটা আল্লাহ ভরসা।

নিউজ ক্রিকেটঃ জাতীয় দলের প্রিয় ক্রিকেটার কে?

জুনায়েদ সিদ্দিকীঃ মুশফিককে খুবই পছন্দ করি, সে আমার প্রিয় ক্রিকেটার। মুশফিকের আরেকটি বিষয় হলো সে খুবই পরিশ্রমী একজন ক্রিকেটার।

নিউজ ক্রিকেটঃ কোন বোলারের বলে ছক্কা মারতে পারেননি বলে আপনার এখনো আফসোস রয়েছে?

জুনায়েদ সিদ্দিকীঃ ডেইল স্টেইনকে মারার খুব ইচ্ছা ছিলো। ওই সময়ে সেরা বোলার ছিলো স্টেইন, এজন্য একটু আফসোস হয় ওর বলে ছয় মারতে না পেরে।

নিউজ ক্রিকেটঃ প্রিয় কোচ কে আপনার?

জুনায়েদ সিদ্দিকীঃ অনেকের কথা তো বলতে হয়। তবে রাজশাহীর শানু ভাইয়ের কথা বলবো ওনি আমাকে অনেক সাহায্য করেছে। আর মানসিক ভাবে আমার পরিবারের সবাই অনেক সাহায্য করেছে বিশেষ করে আমার বাবা।

নিউজ ক্রিকেটঃ ক্রিকেটের সাথে আরো কত বছর থাকতে চান?

জুনায়েদ সিদ্দিকীঃ যেহেতু ফিটনেস ঠিক আছে সে কারণে আরো ৫/৬ বছর ত খেলতেই চাই। এখন বয়স যেহেতু ৩০+ হয়ে গেছে সে কারণে আমি আমার ফিটনেস নিয়ে অনেক বেশি সতর্ক সবসময়। ইচ্ছা রয়েছে ভালো পারফর্ম করে আবার জাতীয় দলে সুযোগ করে নেওয়ার।

নিউজ ক্রিকেটঃ করোনা ভাইরাস শেষে যখন মাঠে ফিরবেন তখন কতটা চ্যালেঞ্জ থাকবে আপনার জন্য?

জুনায়েদ সিদ্দিকীঃ ক্রিকেটে প্রতিটা বল খেলাই একটা চ্যালেঞ্জের। চলতি প্রিমিয়ার লীগের শেষ ম্যাচেও ৯৭ করেছিলাম। ভালো ফর্মে ছিলাম এই বছরের শুরু থেকেই। তবে আশাকরি দীর্ঘ সময় পর যখন মাঠে ফিরবো তখন খুব একটা সমস্যা হবে না কারণ দু-একটা ম্যাচ খেললেই আবার আগের মতো রিদমটা ফিরে পাবো।

নিউজ ক্রিকেটঃ নিউজ ক্রিকেট ২৪ ডট কমকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা।

জুনায়েদ সিদ্দিকীঃ আপনাকেও ধন্যবাদ। একইসাথে নিউজ ক্রিকেটের পাঠকদের জানাই শুভেচ্ছা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »