গোপনীয়তার নীতিমালা
নিউজক্রিকেট২৪.কম আপনার গোপনীয়তা রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ। নিউজক্রিকেট২৪.কম প্রদানকৃত আপনার তথ্যসমূহ আপনার গোপনীয়তা রক্ষার্থে আমাদের প্রতিজ্ঞার মানদণ্ডে তৈরি গোপনীয়তার নীতিমালা অনুযায়ী সংরক্ষিত থাকবে। আমাদের ওয়েবসাইট পরিদর্শন কিংবা নিউজক্রিকেট২৪.কম কে কোন ধরনের তথ্য প্রদানের মাধ্যমে আপনি এখানে বর্ণিত নীতিমালার সাথে একমত পোষণ করছেন। আমাদের ওয়েবসাইটে বাইরের অনেক সাইটের সম্পৃক্ততা কিংবা সংযোগ থাকতে পারে যা এই নীতিমালার আওতাভুক্ত নয় এবং নিউজক্রিকেট২৪.কম সেসকল সাইটের গোপনীয়তা রক্ষার দায়ভার গ্রহণ করবে না। আপনি নিজে আপনার গোপনীয়তা রক্ষার জন্য উপযুক্ত ব্যক্তি।
নিউজক্রিকেট২৪.কম তে আপনার প্রদানকৃত তথ্য সমূহ
নিউজক্রিকেট২৪.কম’র লক্ষ্য ও উদ্দেশ্য সামনে এগিয়ে নিয়ে যাওয়া এবং আপনার সাথে কার্যকর উপায়ে যোগাযোগ করার জন্য আমরা আপনার কাছে আপনার ব্যক্তিগত তথ্য চাইতে পারি। নিউজক্রিকেট২৪.কম কাজের সাথে সম্পৃক্ত নয় এমন কোন সংস্থার কাছে আমাদের ওয়েবসাইটে আপনার স্বেচ্ছায় প্রদত্ত তথ্য তথা আপনার নাম, ফোন নাম্বার এবং ইমেইলের ঠিকানার মত স্পর্শকাতর তথ্য নিউজক্রিকেট২৪.কম বিক্রয় অথবা কোন প্রকার আদান প্রদান করবে না। আমরা শুধুমাত্র নিম্নোক্ত পরিস্থিতিতে আপনার তথ্য অন্যদের কাছে প্রকাশ করতে পারি,
ক) আইনি প্রক্রিয়ার স্বার্থে কিংবা আদালত কর্তৃক আমাদের কাছে তথ্য চাওয়া হলে।
খ) যদি তথ্য প্রকাশে আপনার অনুমতি থাকে।
‘কুকি’র ব্যবহার
আমাদের ওয়েবসাইট newscricket24.com ঘুরে দেখার অভিজ্ঞতাকে ভালো করতে আমাদের সাইটে ‘কুকি’ ব্যবহার করা হয়েছে। আমাদের ওয়েবসাইটে আপনার প্রথম ভ্রমণে আপনার কম্পিউটারের ‘কুকি’ গুলো গ্রহণ করা বা না করার জন্য আমাদের সাইটে ‘কুকি’ ব্যবস্থাপনার কিছু পদ্ধতি রাখা হয়েছে। ‘কুকি’ হল ওয়েবসাইট ব্যবহার এবং আপনার সাথে যোগাযোগ করার তথ্য সমূহ আপনার কম্পিউটারে সংরক্ষণ করার জন্য ব্যবহৃত কিছু ছোট ফাইল। আপনি যদি এই তথ্যগুলো সংরক্ষণ করতে না চান তবে আপনার ইন্টারনেট ব্রাউজারের নিরাপত্তা মূলক ব্যবস্থা থেকে ‘কুকি’ বন্ধ করার পদক্ষেপ গ্রহণ করার জন্য পরামর্শ দেয়া হল। বিশেষ ভাবে বলা যাচ্ছে যে এই ‘কুকি’ গুলো আপনার কম্পিউটারের তথ্য অথবা অন্য কোন ‘কুকি’ দেখতে পারে না।
এছাড়াও আমাদের ওয়েবসাইটে দর্শনার্থীদের ব্যবহার মূল্যায়নের জন্য আমরা সফটওয়ার ব্যবহার করেছি। এই সফটওয়ারটি গুগল এনালিটিক্স কর্তৃক প্রদত্ত যা দর্শনার্থীদের ব্যবহার মূল্যায়নের জন্য ব্যবহৃত হয়। এই ব্যপারে বিস্তারিত জানার জন্য Google Analytics terms of use এবং Google’s privacy practices ঘুরে আসার জন্য অনুরোধ করছি।
অন্যান্য সংযোগ
নিউজক্রিকেট২৪.কম মালিকানা ব্যতিত কিংবা নিউজক্রিকেট২৪.কম সাথে আনুষ্ঠানিক ভাবে সম্পৃক্ত নয় এমন কিছু ওয়েবসাইটের ঠিকানা আমাদের সাইটে পাওয়া যেতে পারে। ঐ সকল সাইটের বিষয়বস্তু কিংবা গোপনীয়তার ব্যপারে নিউজক্রিকেট২৪.কম কোন দায়ভার গ্রহণ করবে না। ঐ সকল ওয়েবসাইটকে আমরা মূল্যায়ন কিংবা যাচাই বাছাই করি newscricket24.com বাদ দিয়ে অন্য কোন সাইটে প্রবেশ করার দায়িত্ব ব্যবহারকারীর নিজের।
আপনার সাথে আমাদের যোগাযোগ
আপনার আমাদের সাইট দেখার ব্যপারে আমাদের আগ্রহ রয়েছে এবং সেমতে আমরা আমাদের শিক্ষার্থী এবং দর্শনার্থীদের মতামতকে সম্মান করি। সে জন্য আমরা ব্লগ, খবর এবং অনুষ্ঠান, সংবাদ, নিউজলেটার এবং বার্ষিক প্রতিবেদন তৈরি করেছি। যেখানে নিউজক্রিকেট২৪.কম কোন ব্লগ, খবর, সংবাদ দেয় সেখানে আপনার কিছু ব্যক্তিগত তথ্য নেয়া হতে পারে যা আমাদের গোপনীয়তার নীতিমালা অনুযায়ী ব্যবহার করা হবে।
নিরাপত্তার ব্যপারে আমাদের অঙ্গীকার
তথ্যের অনিয়ন্ত্রিত লেনদেন, ব্যবহার প্রতিরোধ এবং তথ্য সংরক্ষণে নিউজক্রিকেট২৪.কম প্রতিজ্ঞাবদ্ধ। ইন্টারনেটের মাধ্যমে গৃহীত তথ্যের নিরাপত্তা বিধানে আমরা যথাযথ পদক্ষেপ গ্রহণ করব।
নীতিমালায় পরিবর্তন
সময়ের সাথে নিউজক্রিকেট২৪.কম এই নীতিমালায় সংশোধনী নিয়ে আসতে পারে। সর্বশেষ হালনাগাদকৃত সংস্করন এই পাতায় প্রকাশ করা হবে। এই নীতিমালাটি মার্চ ৩, ২০১৮ তারিখে সর্বশেষ হালনাগাদ করা হয়েছে।
নিউজক্রিকেট২৪.কম ওয়েবসাইটের ব্যবহার
আমাদের ওয়েবসাইটে আপনার প্রবেশ এবং ব্যবহার আমাদের ব্যবহার কিছু শর্ত ও নীতির দ্বারা সংরক্ষিত, যা আমাদের ব্যবহারিক নীতিমালার অন্তর্ভুক্ত।
পরিচালনার বিধান
আমাদের ওয়েবসাইট বাংলাদেশের আইন ও নিয়মাবলীর অধিনে পরিচালিত। ওয়েবসাইটটির ব্যবহারকারীগণ newscricket24.com ব্যবহারের সকল ক্ষেত্রে বাংলাদেশের আদালত ক্ষমতার ব্যপারে একমত পোষণ করে।
যোগাযোগের তথ্য
আমাদের ওয়েবসাইট কিংবা এই নীতিমালা নিয়ে আপনার যেকোনো জিজ্ঞাসার জন্য অনুগ্রহপূর্বক info.newscricket24@gmail.com এই ঠিকানায় যোগাযোগের অনুরোধ করা গেল।