টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচের আগে দু’দিনের প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের মুখোমুখি হয়েছে আফগানিস্তান। নিজেদের ঝালিয়ে নেওয়ার মিশনে বিসিবি একাদশের বিপক্ষে চট্টগ্রামের এম এ আজিজ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ে সফরকারী আফগানিস্তান।

প্রস্তুতি ম্যাচের অভিজ্ঞ আর তরুণদের নিয়ে দল বানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্বাগতিক বিসিবি একাদশের নেতৃত্বের দেবার সুযোগ পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান।

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট স্কোয়াডে জায়গা পেয়েছেন এমন কোন ক্রিকেটারকে রাখা হয় নি প্রস্তুতি ম্যাচের দলে। তবে অভিজ্ঞদের মধ্যে আছেন এনামুল হক বিজয়, নাঈম ইসলাম, ফজলে মাহমুদ রাব্বির মত ক্রিকেটাররা।

উল্লেখ্য, প্রস্তুতি ম্যাচে স্কোয়াডের সকল ক্রিকেটারদেরই সুযোগ থাকছে নিজেদের ঝালিয়ে নেওয়ার। তবে প্রত্যেক দলের হয়ে ব্যাট করতে পারবেন ১১জন নির্দিষ্ট ক্রিকেটার।

প্রস্তুতি ম্যাচের বিসিবি একাদশ: নুরুল হাসান সোহান (অধি), সাব্বির হোসেন, আল আমিন জুনিয়র, ফারদিন অনি, ফজলে মাহমুদ রাব্বি, নাঈম ইসলাম, এনামুল হক জুনিয়র, সুমন খান, মানিক খান, সালাউদ্দীন শাকিল, মেহেদি হাসান রানা, জুবায়ের হোসেন লিখন, আসাদ্দুলাহ গালিব ও ইরফার শুক্কুর।

আফগানিস্তান দল: রশিদ খান (অধি), আসগর আফগান, আহমেদ শিরজাদ, ইহসানুল্লাহ জাদরান, মোহাম্মেদ জাভেদ, মোহাম্মদ নবী, রহমত শাহ, হাসমতউল্লাহ শাহিদী, মোহাম্মদ ইয়ামিন, কায়েস আহমেদ, আফসার খান, শাপুর জাদরান, ইকরাম আলি, জহির খান ও ইব্রাহিম জাদরান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »