দুর্জয় দাশ গুপ্ত »
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে স্বাগতিক বাংলাদেশ। টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস। একাদশে সুযোগ মিলেছে অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদের। ফিরেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল আর অলরাউন্ডার সৌম্য সরকার। তবে একাদশে জায়গা হয়নি এনামুল হক বিজয়ের।
নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী মিরাজ, তাসকিন আহমেদরা এই সিরিজে বিশ্রামে রয়েছেন। এজন্যই ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন লিটন। অন্যদিকে প্রায় তিনটা সিরিজ পর আবারো জাতীয় দলের একাদশে জায়গা মিলেছে মাহমুদউল্লাহ রিয়াদের। তিনি বিশ্বকাপ স্কোয়াডে থাকবেন কিনা সে প্রশ্নের উত্তর এখনো অজানা হলেও এই সিরিজে রিয়াদকে দলে রেখেছে টিম ম্যানেজমেন্ট। রিয়াদের সাথে জাতীয় দলে প্রত্যাবর্তন হয়েছে আরেক অলরাউন্ডার সৌম্য সরকারের।
এদিকে নিউজিল্যান্ডও তাদের প্রথম সারির বেশ কিছু ক্রিকেটারকে বিশ্রামে রেখেছে। এ সিরিজে কেন উইলিয়ামসন ও টিম সাউদি খেলতে না পারায় অধিনায়কের দায়িত্ব পেয়েছেন লুকি ফার্গুসন।
বাংলাদেশ একাদশঃ লিটন দাস (অধি), তামিম ইকবাল, তানজিদ তামিম, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, নুরুল হাসান সোহান, শেখ মাহেদী, নাসুম আহমেদ, তানজিম সাকিব ও মুস্তাফিজুর রহমান।