https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচের দ্বিতীয় দিনে বল হাতে আগুন ঝরিয়েছেন ভারতীয় পেসার জারপ্রিত বুমরাহ। ম্যাচের দ্বিতীয় দিনে ক্যারিবিয়দের প্রথম ইনিংসে বুমরাহ পকেটে পুরেছেন ৬ উইকেট!
প্রথম ইনিনহসে ভারতের করা ৪১০ রানের জবাবে খেলতে নেমে শুরু থেকেই ধারাবাহিক বিরতিতে উইকেট হারাতে থাকে উইন্ডিজ। দলীয় ৯ রানে ওপেনার জন ক্যাম্পবেলকে সাজঘরে পাঠিয়ে শুরুটা করেন বুমরাহ। এরপর শুধুই বুমরাহময় দিন। ক্যারিবিয়দের প্রথম পাঁচ ব্যাটসম্যানকে একাই ফেরান এই পেসার। মাঝখানে শিমরন হেট্মেয়ারকে শামি ফেরালে এরপর আবারও জেসন হোল্ডারকে প্যাভিলিয়নের পথ দেখান বুমরাহ। বুমরাহর বোলিং তোপে পড়ে ক্রিজে থিতু হতে পারেননি কোনো ব্যাটসম্যান। দ্বিতীয় দিন শেষে মাত্র ৮৭ রানে ৭ উইকেট হারিয়ে বসেছে উইন্ডিজ।
ক্যারিবিয়রা প্রথম ইনিংসে পিছিয়ে আছে ৩২৯ রানে। এর আগে সিরিজের প্রথম ম্যাচটিতেও ক্যারিবিয়ানদের বিশাল ব্যবধানে হারায় টিম ইন্ডিয়া।