১৭৫ কি.মি গতির বল দেখলো ক্রিকেট বিশ্ব

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

পেস বোলাররা প্রায়শই আলোচনায় আসে তাদের গতি নিয়ে। এই তো বেশ কিছুদিন আগে গতির ঝড়ে তুলে আলোচনায় এসেছে পাকিস্তানের পেসার নাসিম শাহ। এছাড়াও বিগব্যাশে খেলা অবস্থায় গতি নিয়ে আলোচনায় আসে পাকিস্তানের আরেক তরুন পেসার হ্যারিস রউফ। তবে এবার ১৭৫ কি. মি. গতির বল করে আলোচনায় এসেছেন লঙ্কান পেসার মাথিশা পাথিরানা।

নিজেদের বলের গতির জন্য বিপুল জনপ্রিয় অস্ট্রেলিয়ান পেসার ব্রেট লি, শন টেইট, মিচেল স্টার্ক, পাকিস্তানের শোয়েব আখতার, জেফ থমসন ও স্যার অ্যান্ডি রবার্টসের মত পেসাররা। ১৬১.৩ কি.মি. গতিতে বল করে এখন পর্যন্ত সর্বোচ্চ গতির বোলারের তালিকায় সবার উপরে আছেন পাকিস্তানের পেসার রাওয়াল পিন্ডি খ্যাত শোয়েব আকতার।

তবে এবার যুব বিশ্বকাপে ১৭৫ কি. মি. গতিতে বল করে ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন শ্রীলঙ্কা অনুর্ধ্ব-১৯ দলের পেসার মাথিশা পাথিরানা। গতকাল ( ১৯ জানুয়ারি) ভারতের বিপক্ষে বল করার সময় একটি বলের গতি দেখায় ১৭৫ কি. মি যা কি না মাইলে ১০৮ মাইল। তবে অনেকেই মনে করছেন গতির পরিমাপের যন্ত্রের ভুলের জন্য হয়তো এমন দেখিয়েছে। সবাই মনে করছেন তাঁর পক্ষে এত গতির বল করা সম্ভব নয়। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোন মতবাদ পাওয়া যায়নি।

গতবছর লঙ্কানদের কিংবদন্তী পেসার লাসিথ মালিঙ্গার স্টাইলে বল করতে দেখে আলোচনায় আসেন। পড়ায়ই হবহু লাসিথ মালিঙ্গার বোলিং স্টাইলে বল করেন পাথিরানা।

সর্বোচ্চ গতির সেরা পাঁচ বোলার:

শোয়েব আখতার – ১৬১.৩ কি.মি.
ব্রেট লি – ১৬০.৮ কি.মি.
শন টেইট – ১৬০.৮ কি.মি.
জেফ থমসন – ১৬০.৬ কি.মি.

মিচেল স্টার্ক – ১৬০.৪ কি.মি.

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »