মমিনুল ইসলাম »
রেকর্ড সবসময়ই সবাইকে তৃপ্তি দেয়। তবে কিছু কিছু রেকর্ড থাকে যা কি না মানুষকে কষ্ট দলয় কিংবা খারাপ লাগায়৷ এবার এমনই এক রেকর্ডে নিজের নাম জড়ালেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক জো রুট। রবিন পিটারসন ও জিমি অ্যান্ডারসনদের সাথে যৌথভাবে টেস্টে এক ওভারে সবচেয়ে খরুচে বোলারের তালিকায় নাম লেখালেন।
টেস্টে এক ওভারে সবচেয়ে খরুচে বোলারের তালিকায় এতদিন সবার শীর্ষে ছিলেন রবিন পিটারসন ও জিমি অ্যান্ডারসন। ২০০৩ সালের ডিসেম্বরে জোহানসবার্গে রবিন পিটারসনের এক ওভারে ২৮ রান তুলেছিলেন ব্রায়ান লারা। রবিন পিটারসনের ঐ ওভারের ৪,৬,৬,৪,৪,৪) প্রত্যেকটি বলেই বাউন্ডারি হাঁকিয়েছিলেন লারা।
দীর্ঘদিন এই রেকর্ডের মালিক ছিলেন ব্রায়ান লারা। তবে ২০১৩ সালে এই রেকর্ডে ভাগ বসিয়েছেন জর্জ বেইলি। ২০১৩ সালের ডিসেম্বরে জিমি অ্যান্ডারসনের এ ওভারে ২৮ রান ( ৪,৬,২,৪,৬,৬) তুলেন জর্জ বেইলি।
ব্রায়ান লারা, জর্জ বেইলিদের সাথে এবার শীর্ষে নিজের নাম লেখালেন দক্ষিন আফ্রিকার স্পিনার কেশব মহারাজ। পোর্ট এলিজাবেথে দ্বিতীয় ইনিংসের ৮২ তম ওভারে বোলিংয়ে আসেন জো রুট। জো রুটের সেই ওভারে ২৮ রান আসে। ঐ ওভারে ( ৪,৪,৪,৬,৬,বাই ৪) ২৪ রান আসে মহারাজের ব্যাট থেকে আর বাকি চার রান আসে বাই থেকে। আর তাতেই টেস্টে ১ ওভারে সবচেয়ে খরুচে বোলারের শীর্ষে যৌথভাবে জায়গা করে নেন জো রুট।
টেস্টে এক ওভারে সবচেয়ে খরুচে বোলার:
রান বোলার ব্যাটসম্যান
২৮ রবিন পিটারসন ব্রায়ান লারা
২৮ জিমি অ্যান্ডারসন জর্জ বেইলি
২৮ জো রুট (বাই চার) কেশব মহারাজ
২৭ হরভজন সিং শহীদ আফ্রিদি
২৬ ইউনুস খান ক্রেইগ ম্যাকমিলান
২৬ দানেশ কানেরিয়া ব্রায়ান লারা