শ্রীলঙ্কার দল ঘোষণা, বাদ পড়েছেন চান্ডিমাল-ম্যাথিউস

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

চলতি মাসের শেষ সপ্তাহে বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে শ্রীলঙ্কা। আসন্ন সিরিজ কে সামনে রেখে কুশাল পেরেরাকে অধিনায়ক করে ১৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে লঙ্কা ক্রিকেট বোর্ড। দলের জায়গা হয়নি সাবেক ওয়ানডে অধিনায়ক দিমুথ করুনারত্নে, অ্যাঞ্জেলো ম্যাথিউস, লাহিরু থিরিমান্নে, দিনেশ চান্ডিমালের মতো সিনিয়র ক্রিকেটারদের।

দলের সর্বশেষ ওয়ানডে সিরিজের নেতৃত্ব দিয়েছেন করেছেন দিমুথ করুনারত্নে। সাবেক এই অধিনায়ক কে বাদ দিয়েই মূলত দল গোছানোর পরিকল্পনা নিয়ে কুশাল পেরেরাকে অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে লঙ্কা বোর্ড কতৃপক্ষ।

২০২৩ বিশ্বকাপ পরিকল্পনা নিয়ে তরুনদের নিয়ে দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। দলের নতুন সদস্য হিসাবে জায়গা পেয়েছেন চামিকা করুনারত্নে, শিরান ফার্নান্দো, আসিথা ফার্নান্দো ও বিরুন ফার্নান্দো। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল থেকে জায়গা ধরে রেখেছেন দানুস্কা গুনাথিলাকা, আশেন বান্দারা, ওয়েনিন্দু হাসারাঙ্গারা।

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে আগামী ১৬ মে ঢাকায় অবস্থান করবে শ্রীলঙ্কা ক্রিকেট দল, ২৩ মে থেকে শুরু হবে বাংলাদেশ-শ্রীলংকা ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ, ২৫ ও ২৮ মে হবে সিরিজের বাঁকি দুই ম্যাচ।

কুসাল পেরেরা, কুসাল মেন্ডিস, দানুস্কা গুনাথিলাকা, পাথুম নিসঙ্কা, ধনাঞ্জায়া ডি সিলভা, আশেন বান্দারা, দাসুন শানাকা, নিরোসান ডিকভেলা, ইসুর উদানা, দুশমন্ত চামিরা, রমেশ মেন্ডিস, লক্ষ্মণ সান্দকান, আকিলা ধনঞ্জয়া, ওয়ানিন্দু হাসরঙ্গা, চামিকা করুণারত্নে, অসিথা ফার্নান্দো, বিনুরা ফার্নান্দো, শিরান ফার্নান্দো।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »