৩৫০ জন বিসিবি কর্মচারীর পাশে দাঁড়ালেন ক্রিকেটাররা

নিউজ ডেস্ক »

করোনা ভাইরাসের কারণে মাঠে নেই কোনো রকমের খেলা। ফলে বন্ধ হয়ে আছে বিসিবি আর মাঠের সব রকমের কার্যক্রম। খেলা না থাকার ফলে কষ্টে আছে বিসিবির বেশিরবাগ কর্মচারী। চলমান এই পরিস্থিতিতে ক্রিকেটাররা এই রকম অসহায় ৩৫০ জন বিসিবি কর্মচারীকে আর্থিক সহায়তা দিচ্ছে।

করোনাভাইরাস দেশে চড়িয়ে পড়ার পর পরেই জাতীয় দল দলের বাইরে থাকা চুক্তিবদ্ধ ক্রিকেটাররা মিলে প্রায় ৩০ লাখ টাকার উপরে একটি তহবিল গঠন করেছিলো। যেখানে তারা তাদের একমাসের বেতনের ৫০ শতাংশ বেতন দিয়ে দিয়েছেন। ওই তহবিল থেকে এই আর্থিক সহায়তা দেয়া হচ্ছে।

ক্রিকেটারদের এই আর্থিক সহায়তা পাচ্ছেন দেশের নানান জায়গার বিসিবি’র মাঠকর্মী, ক্লিনার, ড্রাইভার সহ আরো অনেকেই৷ ক্রিকেট বোর্ডের মাধ্যমেই এই আর্থিক সহায়তাটা প্রধান করছে ক্রিকেটাররা।

এই তহবিল থেকে ঘূর্নিঝড় আম্পানের প্রভাবে ক্ষতিগ্রস্ত সাতক্ষীরার শ্যামনগরে মানুষদেরও সাহায্য করা হচ্ছে। তাদের জন্য ব্যবস্থা করে দেয়া হচ্ছে সুপেয় পানির। দৈনিক প্রায় ১ হাজার মানুষ এই সহায়তা পাচ্ছেন। এ ছাড়া ক্রিকেটাররা নিজ নিজ গ্রামে তাদের নিজের মত সাহায্য করছেন এই তহবিল থেকে।

নিউজক্রিকেট / রীম

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »