১০ দিনের মধ্যেই আইপিএলের ভাগ্য নির্ধারণ!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের পথের কাঁটা ছিলো এই বছরের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। গতকাল বোর্ড সভা শেষে আইসিসি জানিয়ে দেয় এই বছর আর হচ্ছেনা টি-২০ বিশ্বকাপ। ফলে আইপিএল আয়োজনের বড় একটি উইন্ডো পেয়ে গেলো ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই।

তবে আইসিসি তাদের সিদ্ধান্ত জানিয়ে দিলেও এখনই তাড়াহুড়ো করছেনা বিসিসিআই। তারা আগামী ৭-১০ দিনের মধ্যে আইপিএল নিয়ে তাদের চুড়ান্ত সিদ্ধান্ত জানাবে। আইপিএল গভর্নিং কাউন্সিল এই ব্যাপারে শীগ্রই সুস্থ সভায় বসবে।

ভারতীয় গণমাধ্যমকে এই ব্যাপারে আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল জানান তারা সভা করে সিদ্ধান্ত জানানবেন। ইতিমধ্যে তারা আইপিএল আয়োজনের অনুমতি চেয়ে সরকারের নিকট আবেদন করেছে।

ব্রিজেশ প্যাটেল বলেন: ৭-১০ দিনের ভেতর আইপএল নিয়ে সভা করা হবে। সেখানে চুড়ান্ত সূচি নিয়ে আমরা আলোচনা করবো। আগামী সেপ্টেম্বর অব্দি আমাদের দেশের করোনা পরিস্থিতি আমরা বিবেচনা করবো। পরিস্থিতি স্বাভাবিক না হলে আমরা সংযুক্ত আরব আমিরাতে আইপিএল আয়োজনের চিন্তা ভাবনা করছি।”

সরকারের কাছে অনুমতি চেয়েছেন জানিয়ে তিনি আরও বলেন, ” আমরা সরকারের কাছে অনুমতি চেয়েছি আর এটির অনুমতি পাওয়া আবশ্যক।”

উল্লেখ্য, প্রাথমিক দিনক্ষণ হিসেবে ধরা হয়েছে আগামী ২৬ সেপ্টেম্বর প্রথম ম্যাচ আর ৮ নভেম্বর ফাইনাল, মোট ৪৪ দিন।

নিউজক্রিকেট/আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »