নিউজ ডেস্ক »
করোনাকালে প্রায় সবাই আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত। ক্রিকেটারদের ক্ষেত্রেও একই। করোনার শুরু থেকেই দুস্থ মানুষদের পাশে আছেন জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম। তাদের ছাড়াও মুশফিক ক্রিকেট সংশ্লিষ্ট অনেক মানুষকে নিজ উদ্যোগে ও অন্যদের নিয়ে সাহায্য করে আসছেন। এই ধারাবাহিকতায় মুশফিক ঈদ উপহার দিচ্ছেন হুইলচেয়ার ক্রিকেটার ও শারিরীক প্রতিবন্ধী ক্রিকেটারদের।
মুশফিক তাদের আর্থিক ভাবে সাহায্য করছে। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের হয়ে খেলা হুইলচেয়ার ক্রিকেটার ও প্রতিবন্ধী ক্রিকেটাররা এই ঈদ উপহার পাচ্ছেন। অন্যান্য খেলোয়াড়দের মতই তাদের এখন আয় রোজকার বন্ধ।
এই ব্যাপারে হুইলচেয়ার দলের অধিনায়ক মহসিন দেশের অনলাইন পোর্টালকে বিডিক্রিকটাইমকে বলেন, ‘আমরা যারা হুইলচেয়ার দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলছি তাদের মুশফিক ভাই ঈদ উপহার দিচ্ছেন৷ বিভাগীয় ক্রিকেটারও এই উপহার পাচ্ছেন। আমরা মুশফিক ভাইকে ধন্যবাদ জানায়।’
এর আগে বিসিবি থেকে সাহায্য পেয়েছেন জানিয়ে বলেন, ‘আমরা এর আগে বিসিবি থেকে সাহায্য পেয়েছি। এখন মুশফিক ভাই থেকে পেলাম। খুশি লাগছে আমাদের। এই উপহার আমাদের অনেক কাজে আসবে৷’
বাংলাদেশ সময়ঃ ৪:০০ পিএম
নিউজক্রিকেট /আরআর