হাসপাতালের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন মিসবাহ

নিউজ ডেস্ক »

করোনা ভাইরাসের এমন পরিস্থিতিতেই শিশুদের হৃদযন্ত্রের হাসপাতালের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক বর্তমান কোচ এবং প্রধান নির্বাচক মিসবাহ উল হক।

পাকিস্তানের লাহোরে মিসবাহ এর নিজস্ব উদ্যোগে “চিল্ড্রেন হার্ট হসপিটাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট” নামের একটি দাতব্য হাসপাতালের ভিত্তি প্রস্তর করেন তিনি। এসময় হাসপাতালের জন্য আর্থিক সহযোগিতার আবেদন জানান মিসবাহ উল হক।

রবিবার মধ্যরাতে নিজের ভেরিফাইড টুইটার একাউন্টে একটি পোস্টের মাধ্যমেও সাহায্যের আবেদন করেন পাকিস্তানের এই কোচ। এসময় ভিত্তি প্রস্তর স্থাপন করতে পারায় আল্লাহর প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি। টুইটারে মিসবাহ লেখেন,’ আল্লাহর রহমতে আমরা পাকিস্তানের প্রথম চিলড্রেন হার্ট হাসপাতাল ও গবেষণা ইনস্টিটিউটের ভিত্তি প্রস্তর স্থাপন করেছি। এই মিশনে আমাকে সমর্থন করার জন্য আপনাদেরকে ধন্যবাদ। এখন আমার ৫ লক্ষ পাকিস্তানি দরকার যারা এই নিবন্ধিত চ্যারিটিরতে ৪ বছরের জন্য প্রতি মাসে ২ হাজার পাকিস্তানি রূপি দান করবেন। এবং সামান্য হৃদস্পন্দনে পরিণত হবেন।’

এছাড়াও নিম্নোক্ত ঠিকানায় এই হাসপাতালের জন্য দান করা যাবে বলে জানিয়েছেন হাসপাতাল কতৃপক্ষ।

Donate online

Title : Pakistan Children’s Heart Foundation Account for hospital construction: 3048301900220584
IBAN: PK14FAYS3048301900220584
Bank: Faysal. Bank Branch Code: 3048

বাংলাদেশ সময়: ৮:৫৫ এএম

নিউজ ক্রিকেট২৪ / কেএমএএইচ

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »