হবিগঞ্জে নাজমুল হোসেনের সহায়তায় সাকিব আল হাসান ফাউন্ডেশনের ঈদ উপহার

নিউজ ডেস্ক »

হবিগঞ্জে সাকিব আল হাসানের নিজের হাতে গড়া ফাউন্ডেশন দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশনের পক্ষ থেকে সুবিধাবঞ্চিত ৪০০ পরিবারকে ঈদের উপহার হিসেবে খাদ্যসামগ্রী পাঠানো হয়েছে। আর এতে সহায়তা করছেন সাবেক ক্রিকেটার নাজমুল হোসেন।

জানা যায়, ঈদ উপলক্ষ্যে হবিগঞ্জ জেলার নিম্ন আয় ও খেটে খাওয়া মানুষদের জন্য উপহার হিসেবে চাল, ডাল, তেল, সাবান, সেমাই ইত্যাদি পাঠানো হয়েছে সাকিব আল হাসান ফাউন্ডেশন থেকে। আর সুবিধাবঞ্চিত মানুষদের হাতে এসব খাদ্য সামগ্রী তুলে দিচ্ছেন আরেক ক্রিকেটার নাজমুল হোসেন।

এ ব্যাপারে নাজমুল হোসেনের সাথে যোগাযোগ করা হলে নিউজ ক্রিকেট ২৪ ডট কমকে তিনি জানান, ‘সাকিব আল হাসান ফাউন্ডেশনের পক্ষ থেকে আমার এলাকার ৪০০ পরিবারের জন্য ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী পাঠানো হয়েছে। আমি আমার এলাকা অর্থাৎ হবিগঞ্জ জেলায় এসব খাদ্যসামগ্রী সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে বিতরণ করছি। প্রতিটি প্যাকেটে চাল, ডাল, তেল, সাবান, সেমাই সহ আরো কিছু নিত্যপ্রয়োজনীয় জিনিস রয়েছে।’

 

বাংলাদেশ সময়: ১:০০ পিএম

নিউজক্রিকেট/ডিডিজি

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »