নিউজ ডেস্ক »
বর্তমান আইসিসি সভাপতি হিসেবে ভারতীয় শশাঙ্ক মনোহরের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে চলতি মাসেই। তবে এখন থেকেই সকলের আগ্রহ পরবর্তী আইসিসি সভাপতি কে হবেন? কেননা ক্রিকেটের এটি একটি গুরুত্বপূর্ণ পদ। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা হচ্ছে আইসিসি আর সেই আইসিসির সভাপতি কে হবেন এটা নিয়ে আগ্রহ থাকাটাই স্বাভাবিক। পরবর্তীতে আইসিসি সভাপতি হিসেবে কাকে চান এটা নিয়ে সরাসরি আগেই বলে দিলেন ক্রিকেট সাউথ আফ্রিকার পরিচালক ও সাউথ আফ্রিকা ক্রিকেটের সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ।
গ্রায়েম স্মিথ জানিয়েছেন তিনি পরবর্তী আইসিসি সভাপতি হিসেবে দেখতে চান ভারতীয় ক্রিকেট বোর্ড ( বিসিসিআই ) এর প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলিকে। এছাড়া ক্রিকেট সাউথ আফ্রিকার প্রধান নির্বাহী জ্যাক ফাউলও সমর্থন দিয়েছেন সৌরভ গাঙ্গুলিকে। ভারতের কেউ আইসিসি সভাপতি হিসেবে দায়িত্ব নিলে কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন তিনি।
তবে করোনা মহামারীর কারণে বর্তমান আইসিসি সভাপতি শশাঙ্ক মনোহরের মেয়াদ আরো দুই মাস বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে বলাই বাহুল্য স্মিথ এর এমন বক্তব্য জমিয়ে দিতে পারে পরবর্তী আইসিসি সভাপতির লড়াইয়ের দৌড়। কেননা ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের সাবেক প্রধান ক্লিন গ্রেভস সভাপতি হবার দৌঁড়ে এগিয়ে রয়েছেন।
ক্রিকেট সাউথ আফ্রিকার পরিচালক গ্রায়েম স্মিথ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “আমাদের জায়গা থেকে আমরা চাই সৌরভ গাঙ্গুলির মতো ক্রিকেটার কাউকে আইসিসির সভাপতি হিসেবে দেখতে। এতে ক্রিকেটের জন্য ভালো হবে। সে খেলাটা বেশ ভালো বোঝে। সর্বোচ্চ পর্যায়ে খেলেছেন সে। এছাড়া সে বর্তমান ক্রিকেট বিশ্বের অন্যতম ক্ষমতাধর ক্রিকেট বোর্ডের সভাপতি ঐটিতেই প্রমাণিত তার সাংগাঠনিক দক্ষতা। তাই আমরা চাই সৌরভ গাঙ্গুলি আইসিসির পরবর্তী সভাপতি হিসেবে আসুক।”
নিউজ ক্রিকেট / জিএনএইচ