সেমিফাইনালে রোহিতের টস নিক্ষেপে রহস্য!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

চলতি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে স্বাগতিক ভারত। নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের প্রথম সেমিফাইনাল নিয়ে বিতর্কের যেন শেষ হচ্ছে না। প্রথমে ভারতের চাওয়া মেনে পিচ পরিবর্তন নিয়ে আলোচনা তুঙ্গে ছিল। সেটা একটু কমতে না কমতেই রোহিত শর্মার টস নিক্ষেপ নিয়ে অভিযোগ তোলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার সিকান্দার বখত।

সিকান্দারের মতে রোহিত ইচ্ছে করে প্রতিপক্ষ অধিনায়কের নাগালের চেয়ে কিছু দূরে মুদ্রা নিক্ষেপ করেন, যাতে তিনি দেখতে না পান।সেক্ষেত্রে নিজের চাওয়া অনুযায়ী মুদ্রার পিঠ উঠল কিনা, তার জন্য ম্যাচ রেফারির কথার ওপর নির্ভর করতে হচ্ছে। সিকান্দারের দাবি, প্রথম সেমিফাইনালে কেন উইলিয়ামসনের ক্ষেত্রেও এটা হয়েছিল।

অস্ট্রেলিয়া ভিত্তিক ক্রিকেট ওয়েবসাইট ফক্স স্পোর্টস। ফক্স স্পোর্টস জানিয়েছে, নিউজিল্যান্ডের দলের একটি সূত্র তাদের নিশ্চিত করেছে, রোহিতের ব্যাপারটি রহস্যজনক লেগেছে তাদের কাছেও।

 

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »