নিউজ ডেস্ক »
করোনা ভাইরাস পুরো বাংলাদেশে ছড়িয়ে গেছে এতে কোনো সন্দেহ নেই। এই ভাইরাস এখন ক্রিকেট পরিবারেও হানা দিয়েছে। গতকাল বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার করোনা টেষ্টের ফলাফল পজিটিভ আসে।
গতকাল তিনি তার ভেরিফাইড ফেসবুকে বিষয়টা নিশ্চিত করেন। এর পর থেকে সবাই তাকে নিয়ে খুবই উদ্বিগ্ন। সবাই সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করছেন। বাংলাদেশের যুব ও ক্রীড়া প্রতিযোগিতা জাহিদ আহসান রাসেলও মাশরাফিকে নিয়ে খুব চিন্তিত।
প্রতিমন্ত্রী আশা করছেন মাশরাফি খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন। তিনি বলেন, ‘মহান রাব্বুল আল-আমিন আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা, সুস্থ হয়ে ফিরে আসো আমাদের সকলের প্রিয় মাশরাফি। দোয়া করি আল্লাহ তোমাকে এবং তোমার পরিবারের সবাইকে সবসময় ভাল রাখুন, আমিন।’
করোনার শুরু থেকেই দুজনই বেশ ভালো কাজ করছিলেন। মাশরাফি সরকারি তরফ কিংবা ব্যক্তিগত ভাবে যেভাবে পারছেন সাহায্য করতে চেষ্টা করছেন সবাইকে। জাহিদ আহসানও অনেক ক্ষতিগ্রস্ত খেলোয়াড়দের পাশে দাঁড়িয়েছেন সরকারিভাবে।
নিউজক্রিকেট/রীম