নিউজ ডেস্ক »
করোনা ভাইরাসে আক্রান্ত পাকিস্তানি ক্রিকেটার শহীদ আফ্রিদি। আর তার জন্য দোয়ায় মশগুল পুরো ক্রিকেট বিশ্ব। হবে না কেনো? করোনা ভাইরাস মোকাবিলায় শুধু পাকিস্তানেই নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তে সাহায্য করেছেন তিনি। মুশফিকুর রহিমের ব্যাট কিনে পরোক্ষভাবে বাংলাদেশকেও সাহায্য করেছেন এই ডাকাবুকো ক্রিকেটার।
করোনা যুদ্ধের সম্মুখ সারির যোদ্ধা বলতে যা বুঝায় সবটাই যেন শহীদ আফ্রিদি। বিভিন্ন বিষয়ে নিজ হাতে কাজ করেছেন। দান সংগ্রহ এবং সেটাকে বিতরণ পুরোটাই করেছেন নিজের হাতে। কাঁধে বয়ে নিয়েছে খাদ্যের বস্তুা। হাতে হাতে দিয়েছেন গরীবদের। দেশের বিভিন্ন প্রদেশে ছুটে বেরিয়েছেন সাহায্যের কাজে। আর সেটি করতে গিয়েই নিজেকেও ফেলেছেন এই ঝুঁকিতে। আক্রান্ত হয়েছেন কোভিড-১৯ এ। তবে মনোবল এখনও জোরদার আছে। শারীরিকভাবে এখনও সুস্থ তিনি। শুধু ঘরে থাকতে হবে সেটাই আফসোসের।
এদিকে তার জন্য দোয়ার দরখাস্ত করেছেন ক্রিকেটাররা। বাংলাদেশ কিংবা পাকিস্তানি নয়, ভারতীয় ক্রিকেটাররাও আফ্রিদির সুস্থতার জন্য দোয়া চাইছেন সকলের কাছে। ভারতীয় সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া তার টুইটারে লিখেন, ‘তুমি কি সিরিয়াস? তোমার দ্রুত সুস্থতা কামনা করি, শহীদ (আফ্রিদি)। সকল শক্তি তোমার সঙ্গে থাকুক।’
এছাড়া বাংলাদেশী মুশফিকুর রহিমতো নিজের ভাই বলে সম্মোধন করেছেন আফ্রিদিকে। মুশফিক লিখেছেন,’ আমি সত্যিই দুঃখিত তোমার খবরটি দেখে ভাই। আল্লাহ তোমায় সুস্থতা দান করুক। আমার ভাইয়ের জন্য সকলে দোয়া করবেন। সে কোভিড-১৯ পজিটিভ হয়েছে। ইনশাআল্লাহ আপনি ভালো হয়ে উঠবেন।’
এছাড়া শোয়েব মালিক টুইটে লেখেন, ‘শহীদ আফ্রিদি ভাই, আপনার সেবা আমাদের দেশের জন্য বিশেষকরে গত কিছু মাসে অতুলনীয়। আমরা সকলেই জানি আপনি একজন যোদ্ধা। আপনার দ্রুত সুস্থতা এবং ভালো স্বাস্থ্যেন কামনা করি।’
এছাড়াও অনেক ক্রিকেটার দোয়া চেয়েছেন এই কিংবদন্তী ক্রিকেটারের জন্য। আফ্রিদিকে সুস্থ হতেই হবে। নিজের জন্য নয়তো তার দেশের মানুষদের জন্য। আরও যে অনেক সেবা করা বাকি।
নিউজক্রিকেট/কেএমএইচ