সুযোগ ফেলে ঝড় তুলতে প্রস্তুত সাব্বির

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

টি-টোয়েন্টি স্পেশালিষ্ট ব্যাটসম্যান হিসেবে লাল সবুজের জার্সিতে জাতীয় দলে অভিষেক হয়েছিল সাব্বির রহমানের।ঘরোয়া ক্রিকেটে আক্রমনাত্মক ব্যাটিং দিয়ে মন জয় করেছিলেন নির্বাচকদের।
দলের প্রয়োজনে স্বভাবসুলভ আক্রমনাত্মক ব্যাট করে
রান তোলার সামর্থ্য আছে এই ব্যাটসম্যানের। 
ঘরোয়া ক্রিকেটে টপ অর্ডারে ব্যাট করলেও জাতীয় দলে তার জায়গাটি মিডেল অর্ডারে।আর তাই সবসময় ব্যাটিংয়ের সুযোগ মেলে না এই হার্ডহিটারের।
তাই সুযোগ মেললে ব্যাটিংয়ে ঝড় তোলার প্রত্যয় এই ব্যাটসম্যানের। সুযোগ পেলে সাব্বির খেলতে চান ঝড়ো ইনিংস, সেটিও দলের প্রয়োজন মেটানোর স্বার্থেই। এছাড়া বোলিং ও ফিল্ডিং দিয়ে দলে অবদান রাখতেও মরিয়া সাব্বির।

আয়ারল্যান্ড থেকে সাব্বির জানান, বোলিং এবং ফিল্ডিং নিয়ে কাজ করছি। যদি সুযোগ আসে বিশ্বকাপে আমি আমার শতভাগ বা তার চেয়েও বেশি দিব। কোনো ব্যক্তিগত লক্ষ্য রাখিনি, কারণ এটা পূরণ করা কঠিন হবে। ব্যাটিং অর্ডারে আমার পজিশন অনুযায়ী আমাকে হয়ত একটি ম্যাচ শেষ করতে হবে অথবা ব্যাট হাতে নেমে ২০ বলে ৪০ রানের দ্রুত ইনিংস খেলতে হবে। দলের প্রয়োজনে এমনটি করার চেষ্টাই করব।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »