সুপার এইটে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ, সম্ভাব্য একাদশ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

শ্রীলংকা, নেদারল্যান্ড ও নেপালকে হারিয়ে টি২০ বিশ্বকাপের সুপার এইটে উঠেছে বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতা অব্যাহত থাকলেও বোলারদের নৈপুণ্যেই সফলতা পাচ্ছে টাইগাররা।

 

গ্রুপ পর্বের লড়াই শেষে গতকাল মাঠে গড়িয়েছে সুপার এইট। ইতিমধ্যে আমেরিকার বিপক্ষে জয় পেয়েছে আফ্রিকা। উইন্ডিজের বিপক্ষে জয় পেয়েছে ইংল্যান্ড।

 

আজ বাংলাদেশ সময় রাত ৮.৩০ মিনিটে মুখোমুখি হবে ভারত ও আফগানিস্তান। উইন্ডিজের সময়ে দিনের ২য় ম্যাচে বাংলাদেশ সময় আগামীকাল ভোর ৬.৩০ মিনিটে নর্থ সাউন্ডের ব্যাটিং ট্রাকে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।

 

বাংলাদেশ দলের চিন্তার নাম টপ অর্ডার ব্যাটিং। ধারাবাহিক ভাবে খেলে ব্যর্থ হচ্ছেন লিটন দাস ও নাজমুল শান্ত। সৌম্য শুরুতে খারাপ করায় বাদ। নাজমুল শান্ত অধিনায়ক হিসেবে টিকে গেলেও আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে একাদশে ফিরতে পারেন সৌম্য সরকার। সেক্ষেত্রে বাদ পড়বেন লিটন দাস অথবা জাকের আলী। ব্যাটিং ট্র্যাক বিবেচনায় সৌম্যর প্রয়োজন আছে দলে। এ ছাড়া গত ম্যাচের একাদশ থেকে পরিবর্তনের সম্ভাবনা নেই।

 

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের একাদশ-

নাজমুল শান্ত, তানজিদ তামিম, সৌম্য সরকার/লিটন দাস, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, জাকের আলী, রিশাদ হোসাইন, তানজিম সাকিব, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »