সিপিএলের পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ,নেই প্লে অফ সিস্টেম

নিউজ ডেস্ক »

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) এর পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করেছে উইন্ডিজ ক্রিকেট বোর্ড। ছয়টি দলের সমন্বয়ে অনুষ্ঠিতব্য এবারের আসরে নেই কোনো প্লে অফ সিস্টেম। সেরা চার দল খেলবে সেমিফাইনাল।

১৮ই আগস্ট থেকে শুরু হতে যাওয়া সিপিএলের এবারের আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে ১০ই সেপ্টেম্বর। ২৩ দিন ব্যাপি এই আসরের উদ্ভোদনী ম্যাচে মুখোমুখি হবে ট্রিনবাগো নাইট রাইডার্স ও গায়ানা আমাজন ওয়ারিয়র্স। দল পাননি কোনো বাংলাদেশী ক্রিকেটার।

এদিকে করোনা ভাইরাসের কারণে অনেক তারকা খেলোয়াড়ই ড্রাফটে নাম দেননি। এছাড়া গত আসরের অনেকেই এবার দল পাননি। ড্রাফটের বাইরে থেকে বাংলাদেশী তিন খেলোয়াড় তামিম, রিয়াদ ও মুস্তাফিজকে ফ্র‍্যাঞ্জাইজি থেকে কিনতে চাইলেও নিষেধ করে দিয়েছেন তিন জনই।

সিপিএলের এবারের দলগুলো হলোঃ

গায়ানা আমাজন ওয়ারিয়র্স, জ্যামাইকা তালাওয়াইস, সেন্ট কিটস & নেভিস প্যাটরিওটস, সেন্ট লুসিয়া জোকস ত্রিনবাগো নাইট রাইডার্স এবং বার্বাডোস ট্রাইডেন্টস।

নিউজক্রিকেট/ এইচএএম

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »