সিনিয়ররা’ই আফিফের অনুপ্রেরণা!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বিশ্বব্যাপী মহামারি আকার ধারন করা কোভিড-১৯ করোনাভাইরাসের ফলে এখনো স্থবির পুরো বিশ্ব।করোনার কারনে এখনো বেশিরভাগ দেশের ক্রীড়া ক্ষেত্র গুলো বন্ধ রয়েছে।বাংলাদেশেও এই মুহুর্তে অনান্য ইভেন্টের মতো বন্ধ মাঠের ক্রিকেটও।যার ফলে মাঠে নেই খেলা, বন্ধ অনুশীলনও।তবে বেকার এই সময়টায় থেমে নেই ক্রিকেটাররা।ভারচুয়ালের মারফতে নিয়মিত হেড কোচ ও কোচিং স্টাফদের সাথে কথাবার্তা ও পরামর্শ নিচ্ছে ক্রিকেটাররা।

এসব ভারচুয়াল ডেসকাশনের মাধ্যমে সিনিয়র ক্রিকেটারদের থেকেও বিভিন্ন পরামর্শ ও দিকনির্দেশনা পাচ্ছে জুনিয়র ক্রিকেটাররা।সিনিয়রদের কাছ থেকে পরামর্শ ও নির্দেশনা পেয়ে অনুপ্রাণিত হওয়ার কথা গনমাধ্যমকে জানিয়েছেন জাতীয় দলের তরুন অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব।

সম্প্রতি গনমাধ্যমকে আফিফ জানিয়েছেন:
মাঠের খেলা বন্ধ, আর অনুশীলনও নেই।
তবে অনলাইনে অনেক সময় আমাদের কোচ, কোচিং স্টাফ ও সিনিয়রদের কাছ থেকে পরামর্শ ও দিকনির্দেশনা পাচ্ছি আমরা।যেভাবে আমাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং পরামর্শ দেওয়া হয়, সেগুলো থেকে অনেক কিছু শিখছি।মুশফিক ভাইয়ের মতো অভিজ্ঞ ব্যক্তিরা আমাদের দায়িত্ব কর্তব্য সমন্ধে আমাদের সচেতনমূলক বক্তব্য দিয়েছেন এবং বিভিন্নভাবে অনুপ্রাণিত করেছেন।নিঃসন্দেহে এসব পরামর্শ গুলো আমাদের ক্যারিয়ারের জন্য বড় অনুপ্রেরণা হয়ে কাজ করবে।

ইতিমধ্যে ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ডের মধ্যকার টেস্ট দিয়ে ক্রিকেট মাঠে ফেরা শুরু করেছে।বাংলাদেশও খুব দ্রুত মাঠের ক্রিকেট ফেরার প্রস্তুতি নিচ্ছে।জানা গেছে সামনে অনুশীলন ক্যাম্পের জন্য ৩৪ সদস্যের একটি প্রাথমিক দল বাছাই করে রাখা হয়েছে।এছাড়া ২৬ জন হাই-পারফরম্যান্স ক্রিকেটারের তালিকাও ঠিক করে রেখেছে বোর্ড।

নিউজক্রিকেট টুয়েন্টিফোর / ইফতি মারুফ

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »