নিউজ ডেস্ক »
দেশের মধ্যে তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ সহ অনেকেই পছন্দ মাশরাফির। তবে আলাদাভাবে বললে মাশরাফির মাশরাফির পছন্দের ক্রিকেটার সাকিব। তবে তিনি আদর্শ মানেন কোর্টনি ওয়ার্লশকে। মাশরাফী জানিয়েছেন, একজন পেসার হিসেবে কোর্টনি ওয়ার্লশকে সবসময় অনুসরণ করে যান।
নিজের ১৮ বছরের সঙ্গী হাতের ব্রেসলেট করোনাভাইরাস বা কোভিড-১৯ মোকাবেলায় নিলামে তুলার সিদ্ধান্ত নেন মাশরাফি বিন মোর্ত্তজা। ১৬ই মে শুরু হয় মাশরাফির ব্রেসলেটের নিলাম। আর নিলামের শেষ বেলায় নিলাম প্ল্যাটফর্ম “অকশন ফর অ্যাকশন” এর ফেসবুক পেজে লাইভ সেশনে যুক্ত হন মাশরাফি বিন মোর্ত্তজা। আর তখনই মাশরাফির কাছে জানতে চাওয়া হয় তাঁর প্রিয় ক্রিকেটারের ব্যাপারে।
জবাবে মাশরাফি বলেন, ‘সাকিব, তামিম ইকবাল, মুশফিক, মাহমুদউল্লাহ সবাই আমার প্রিয়। এই যেমন আমি সবসময় বলে থাকি লিটন দাস আমার প্রিয় ক্রিকেটার,তবে আলাদাভাবে একজনের নাম বললে সেটা সাকিব আল হাসান।’