সাকিবের সামনে রেকর্ডের হাতছানি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

টি২০ বিশ্বকাপের এক আসরে বাংলাদেশী বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড গড়ার অপেক্ষায় তানজিম সাকিব। চলতি বিশ্বকাপে মাত্র ৪ ম্যাচে ৯ উইকেট শিকার করেন সাকিব। আর মাত্র ৩ উইকেট শিকার করলেই সাকিব আল হাসানকে টপকে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড গড়বেন জুনিয়র সাকিব।

 

২০১৪ সালের টি২০ বিশ্বকাপে বাংলাদেশী বোলারদের মধ্যে এক আসরে সর্বোচ্চ ১০ উইকেট শিকার করেছিলেন আল আমিন হোসেন। ২০২১ সালের বিশ্বকাপে আল আমিনের সেই রেকর্ড ভেঙ্গে ১১ উইকেট শিকার করেন সাকিব আল হাসান। এবার সিনিয়র সাকিবের রেকর্ড ভাঙ্গার অপেক্ষায় জুনিয়র সাকিব।

 

চলতি বিশ্বকাপে শরিফুল ইসলামের ইনজুরী না হলে একাদশে জায়গা পাওয়া কঠিন হতো তানজিম সাকিবের। শরিফুলের ইনজুরীর কারনে শুরু থেকেই একাদশে থাকা তানজিম সাকিব ৪ ম্যাচে ৯ উইকেট শিকার করেছেন ইতিমধ্যে। সুপার এইটে ৩ ম্যাচ খেলবে বাংলাদেশ। এই ৩ ম্যাচে ৩ উইকেট শিকার করলেই নতুন রেকর্ড গড়বেন দেশের হয়ে।

 

আল আমিন হোসেন ও সাকিব আল হাসানকে টপকে টি২০ বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড গড়া বিশ্বজয়ী তানজিম সাকিবের জন্য সময়ের ব্যাপার মাত্র।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »