নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চলতি বিশ্বকাপটা খুব একটা ভালো কাটছে না বাংলাদেশের জন্য। আফগানিস্তানের বিপক্ষে প্রথমে জয় পেলেও, এরপর টানা তিন ম্যাচ হেরেছে টাইগাররা।
ব্যাট হাতে ব্যর্থ ব্যাটসম্যানরা, বল হাতেও খুব একটা সুবিধা করতে পারছে না টাইগার পেসাররা।আফগানিস্তান ম্যাচের প্রসঙ্গ বাদ দিলে বাকি তিনটি ম্যাচের কোনটিতেই বল হাতে উল্লেখযোগ্য পারফরম্যান্স করতে পারেনি টাইগার পেসাররা। তবুও একাদশে তিন পেসার খেলিয়ে যাচ্ছে টিম ম্যানেজমেন্ট।
৩ পেসার খেলানো নিয়ে টাইগার দলপতি সাকিব আল হাসান ও পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের মধ্যে কিছুটা মানসিক দূরত্ব তৈরির কথা শোনা যাচ্ছে।
ভারতের কন্ডিশনের কথা চিন্তা করে একাদশে স্পিনার বেশি খেলাতে চান অধিনায়ক। তবে ডোনাল্ড চেয়েছেন তিন পেস বোলার খেলাতে। যা পছন্দ হচ্ছে না সাকিবের।