সমালোচনাকে পাত্তাই দেন না সাকিব

ক্রীড়া প্রতিবেদক »

এশিয় কাপে সুপার ফোরে ভারতের বিপেক্ষ দারুণ এক জয় পেয়েছে বাংলাদেশ। আর এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ওয়ানডেতে অভিষেক হওয়া পেসার তানজিম হাসান সাকিব। তবে সম্প্রতি  সাকিবের কিছু ফেসবুক পোস্ট নিয়ে ব্যাপকভাবে সমালোচিত হচ্ছেন। নিজ ধর্ম প্রচার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো সমালোচনার ঝড় বাইছে।

তবে তানজিম হাসান সাকিব এসব কোনো কিছুকেই তোয়াক্কা করছেন না। এক সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন ধর্মীয় অনুশাসন মেনে চলা প্রচার তিনি সবার মাঝে ছড়িয়ে দিতে চান।

সাকিব বলেন, ‘ক্রিকেট আমার পেশা। এখান থেকে আমি উপার্জন করি। কিন্তু আমার আসল জীবন হলো… আমি পরকালে যদি সফল হতে না পারি তাহলে আসলে আমি ব্যর্থই থেকে যাব। আমি নিজেকে প্রস্তুত করছি আল্লাহর জন্য। কারণ সবাইকেই একদিন মৃত্যুবরণ করতে হবে। কখন কে মারা যাবে, কেউ জানে না। তাই আমি চেষ্টা করি সবসময় ইসলাম মেনে চলার জন্য, ইসলামের মধ্যে থাকার জন্য।’

 

আরএ/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »