নিউজ ডেস্ক »
শেষ হয়েছে দেশের প্রথম অললাইন নিলাম “স্পোর্টস ফর লাইফ”। যাচাই-বাছাই শেষে আগামীকাল ১৫ই মে ২০২০ রাত সাড়ে নয়টায় (৯:৩০) এক লাইভ অনুষ্ঠানে “স্পোর্টস ফর লাইফ”-এর নিলামের বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। উক্ত লাইভ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ক্রিকেটার মুশফিকুর রহিম ও আয়োজক সংস্থাগুলোর প্রতিনিধিবৃন্দ।
৯ই মে রাত দশটায় শুরু হওয়া নিলাম চলে আজ ১৪ই মে রাত দশটা পর্যন্ত।
আগামীকাল রাত সাড়ে নয়টায় এক লাইভ অনুষ্ঠানে নিলামের বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। উক্ত লাইভ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ক্রিকেটার মুশফিকুর রহিম।
এ নিলামে উঠেছে ২০১৩ সালে প্রথম বাংলাদেশী ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে ২০০ রান করা মুশফিকুর রহিমের ব্যাট। শ্রীলঙ্কার বিপক্ষে এই ব্যাট দিয়েই করেছিলেন ডাবল সেঞ্চুরি। উঠেছে ২০১৯ সালে ডাবলিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ট্রাই-নেশন সিরিজের ফাইনালে মোসাদ্দেক হোসেন সৈকত ২৭ বলে ৫২ রানের যে ঝড়ো ইনিংস খেলা সেই ব্যাটটিও। আরোও উঠেছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলীর বিশ্বকাপ ফাইনাল ম্যাচের জার্সি ও ব্যাটিং গ্লাভস। এবং গত বছর অর্থাৎ ২০১৯ সালে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে তরুণ ক্রিকেটার মোহাম্মদ নাঈম শেখ যে ব্যাট দিয়ে ৮১ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেছিলেন সে ব্যাটটি।
এর ছাড়াও উঠেছে দেশের সবচেয়ে বড় ক্রিকেট স্মারক সংগ্রাহক মোঃ জসিম উদ্দিনের সংগ্রহে থাকা ২০১১ বিশ্বকাপের বাংলাদেশ দলের সকল ক্রিকেটারদের অটোগ্রাফ সম্বলিত ব্যাট এবং তাকে উপহার হিসেবে দেওয়া সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার অটোগ্রাফ সম্বলিত ক্যাপ।
ফেসবুক লাইভের মাধ্যমে ৯ই মে “স্পোর্টস ফর লাইফ” শীর্ষক এই নিলামটির আনুষ্ঠানিক ঘোষণা করেন সংশ্লিষ্ট আয়োজকরা। আর সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রিকেটার মুশফিকুর রহিম, আকবর আলী সহ আয়োজক সংস্থাগুলোর প্রতিনিধিবৃন্দ।
করোনাভাইরাস বা কোভিভ -১৯ এর মহামারীর সময়টাতে সুবিধা বঞ্চিত মানুষদের পাশে দাঁড়াতেই ক্রিকেটীয় স্মারক নিলামে তুলার মত সাহসী এক সিদ্ধান্ত নিয়েছেন ক্রিকেটাররা।
“স্পোর্টস ফর লাইফ” করোনাভাইরাস এর সময় দুর্ভোগে থাকা মানুষদের পাশে দাঁড়াতে “নিবকো স্পোর্টস ম্যানেজমেন্ট” এর একটি সামাজিক উদ্যোগ। আর এই উদ্যোগটি যৌথ ভাবে পরিচালনা করছে খেলাধুলা ব্যবস্থাপনা বিষয়ক প্রতিষ্ঠান “নিবকো স্পোর্টস ম্যানেজমেন্ট”, ই-কমার্স প্রতিষ্ঠান “পিকাবো” এবং বিশ্বের বৃহত্তম উন্নয়ন সংস্থা “ব্রাক।” নিলাম থেকে অর্জিত অর্থের একটি অংশ চলে যাবে ব্রাক এর মাধ্যমে করোনাকালে বিপর্যস্ত মানুষের সহায়তায়। আর বাকি অংশ খেলোয়াড়রা ব্যক্তি পর্যায়ে সহায়তা করবেন তাঁদের উদ্যোগে।
উল্লেখ্য, দেশের প্রথম অনলাইন নিলাম “স্পোর্টস ফর লাইফ” এর মিডিয়া পার্টনার হিসেবে থাকছে নিউজক্রিকেট২৪.কম।