নিউজ ডেস্ক »
করোনা ভাইরাসের কারণে যতটা বাহিরে ক্ষতি হচ্ছে ততটাই উন্নতি হচ্ছে ঘরের ভিতরকার পরিস্থিতি। কর্মব্যস্ত জীবনে পরিবারকে সময় দেওয়ার জন্য এতোটা সময়ই ছিলোনা কারও হাতে। তবে এই লকডাউনে সেই সময়টাকেই এনে দিয়েছে আমাদের সামনে। একে অপরকে আরও ভালোভাবে চিনে নিচ্ছেন কর্মব্যস্ত দম্পতি। কোহলি – আনুশকা দম্পতিও লকডাউনকে কাজে লাগাচ্ছেন পুরোদমে।
শুটিং এবং মাঠের ক্রিকেটের ব্যাস্ততায় এতোটা অলস সময় কাটাননি কখনই৷ একসাথে এতোদিন থাকেনওনি কেউই। আর ইন্সটাগ্রাম এবং টিকটকে ভক্তদের মাতিয়ে রাখারও সুবর্ন সুযোগ হিসেবেই বেশ জমিয়ে কাজে লাগাচ্ছেন দু’জনেই। নিজেদের ভিতরের বোঝাপড়াটা আরও মজবুত করছেন তারা। কোহলি বলেন,’ আমাদের একে অপরের প্রতি প্রচুর বিশ্বাস রয়েছে যে আমরা একই কাজগুলি করতে পছন্দ করি। এটি কেবল আমাদের বিশ্বাসকে আরও দৃঢ় করেছে। যখন আপনি একে অপরের সাথে এতটা সময় ব্যয় করেন নি, তখন আপনি একে অপরের সম্পর্কে কয়েকটি বিষয় জানবেন না যতটা আপনি প্রতিদিনের সাথে একসাথে থেকে জানবেন।’
তবে ভিরাট কোহলি মনে করেন নিজেদের ভিতরের বিশ্বাসটা চিরকালি একই ছিলো। ২দিন কিংবা ২মাস তাদের কাছে কোন পার্থক্য নেই বলে জানান কোহলি। কোহলির ভাষায়, ‘ তবে এটি একেবারে একই রকম ছিল। আমরা দু’দিন একসাথে কাটিয়েছি বা আমরা এত দিন একসাথে কাটিয়েছি, তার কোনও পার্থক্য নেই এবং এটি আমাদের উভয়েরই জন্য আশ্চর্যজনক বিষয়। আমরা এক সাথে এই সময় কাটিয়েছি তা এক প্রকার আশীর্বাদ। এই সময়টি বেশ সুন্দর ভাবেই কাটছে।’
বাংলাদেশ সময়: ১:৪০ পিএম
নিউজক্রিকেট/কেএমএইচ