যোগ্যতা দিয়েই দলে জায়গা পেয়েছে দীনেশ কার্তিক

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-1/c0.0.240.240a/p240x240/51944597_2359806007364192_9161774462004101120_n.jpg?_nc_cat=102&_nc_eui2=AeFcipYmUQ-zg44wTqI_uZtpFgfJ4Exn1XfSEN67qwlIW2D6Rn9MoK6IjCWRQM0f2UXeldOwo28xNalSOoWbLYyQiCB4RD_YmCz3baSliAHc9w&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=340b0eaa925f43012c08a04eecfc634d&oe=5D09FC50 »

তরুণ ঋষভ পান্তের বদলে ধোনির সহযোগী হিসেবে বিকল্প উইকেটরক্ষক হিসেবে দলে জায়গা পেয়েছেন অভিজ্ঞ দীনেশ কার্তিক। ভারতের পুরো স্কোয়াডই যখন অভিজ্ঞতায় ঠাসা তখন বিশ্বকাপের মত বড় মঞ্চে পান্তের জায়গা না পাওয়াটাই স্বাভাবিক। পান্ত দলে জায়গা না পাওয়াতে কেউ কেউ ভারতীয় ক্রিকেট বোর্ডকে ধুয়ে দিলেও দীনেশ কার্তিকের পক্ষে কথা বলার মত বোদ্ধার সংখ্যাও কম নয়।

ওয়ানডে ফরম্যাটে আন্তর্জাতিক ক্রিকেটে ঋষভ পান্ত নিঃসন্দেহে একজন যোগ্য ব্যাটসম্যান। অন্যদিকে দীনেশ কার্তিকের অভিজ্ঞতা এবং মিডল অর্ডারে তাঁর দক্ষ হাতের ফিনিশিংই দলে জায়গা দিয়েছে তাকে।

আইপিএলের ১২তম আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠ মাতাচ্ছেন দীনেশ কার্তিক। তাঁর সতীর্থ হিসেবে রয়েছেন ব্যাটসম্যান রবিন উথাপ্পা। বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়ার পর উথাপ্পা মনে করছেন ভারতীয় ক্রিকেট বোর্ড সঠিক সিদ্ধান্ত নিয়েছে।

উথাপ্পা বলেন, ‘মেধা এবং পারফরম্যান্স বিচারে কেউ যদি বিশ্বকাপ স্কোয়াডে জায়গা দাবি করত তাহলে সে দীনেশ কার্তিক। ন্যায়বিচার হয়েছে। গত দুই বছরে সেই ভারতের সেরা ফিনিশার।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »