যে চারজন ব্যাটসম্যানকে বল করতে ভয় পান রশিদ খান!

নিউজ ডেস্ক »

আফগানিস্তান ক্রিকেটের এক নক্ষত্র রশিদ খান। তিনি আফগানিস্তানের হয়ে খেলার পর আফগানিস্তান অনেক সাফল্য পেতে শুরু করে। সম্প্রতি পেয়েছে টেস্ট ক্রিকেটের মর্যাদা। রশিদ খান খেলেন বিশ্বের নামিদামি সব লীগ। আইপিএলেও সুনাম কামিয়েছেন অনেক। এবার তিনি জানালেন যে চারজন ব্যাটসম্যানকে বল করতে ভয় পান।

সম্প্রতি ভারতের আরেক লেগস্পিনার যুজবেন্দ্র চাহাল এর সাথে লাইভে আসেন রশিদ খান। কথা বলেন নানা প্রসঙ্গ নিয়ে। লাইভে একসময় রশিদ খানকে চাহাল প্রশ্ন করেন কোন চারজন ব্যাটসম্যান কে তিনি বল করতে ভয় পান।

ছোট মাঠে বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স , ক্রিস গেইল ও আন্দ্রে রাসেলকে বল করা কঠিন বলে জানিয়ে রশিদ খান উত্তরে বলেন , ‘ভিরাট ভাই, এবিডি, গেইল ও রাসেলকে ছোট মাঠে বল করা অনেক কঠিন। এক তো ছোট মাঠ ফলে উইকেটের কোন সাহায্য পাওয়া যায় না। তারপর তারা অনেক ভালো ব্যাটসম্যান। এদেরকে বল করাটা আমার কঠিন মনে হয় বেশ।’

এর আগে আইপিএল খেলার অভিজ্ঞতা জানিয়ে রশিদ বলেন, ‘আইপিএল খেলার আগে আমি বিপিএল খেলেছি। আইপিএল অন্য লিগগুলোর থেকে অনেক আলাদা। এই লিগ খেলার আমার অনেক স্বপ্ন ছিল। ছোটবেলা থেকেই টিভিতে দেখে দেখে বড় হয়েছি।’

নিউজক্রিকেট/রীম

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »