মেসি যা করছে ম্যারাডোনা তা কখনোই পারত নাঃ সাকিব

নিউজ ডেস্ক »

আর্জেন্টিনা সমর্থকদের প্রায়ই একটা প্রশ্ন শুনতে হয়, ‘মেসি না ম্যারাডোনা, কে সেরা?’ এক ভিডিও আড্ডায় এমনই এক প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন বাংলাদেশ ক্রিকেটের প্রাণভোমরা সাকিব আল হাসান। প্রশ্নটি যার কাছে এসেছিল তিনি ম্যারাডোনা যুগের দর্শক, ভারতীয় টিভি ধারাভাষ্যকার হার্শা ভোগলে।কিন্তু সাকিবের ফুটবল দর্শন মেসিকে দেখে দেখে। সাকিব মেসির চেয়ে ম্যারাডোনাকে এগিয়ে রাখলেন এমন এক জায়গায়, তার মতে ম্যারাডোনা তা কখনোই পারত না।

ক্রিকেটীয় আড্ডার ফাকে হার্শা ভোগলে সাকিবের কাছে জানতে চাইলেন ‘মেসি না ম্যারাডোনা?’ সাথে সাথেই সাকিবের মুচকি হেসে জবাব, ‘মেসি’। তখন হার্শা থমকে গেলেন। আবারো জানতে চাইলেন সাকিব আর্জেন্টিনার সমর্থক কি-না। এবারও সাকিবের জবাব ‘হা’।

এরপর সাকিব ব্যাখ্যা করলেন, কেন তিনি ম্যারাডোনার চেয়ে মেসিকে এগিয়ে রাখলেন। সাকিব বলেন, ‘আমি মেসিকে দেখে বড় হয়েছি। ম্যারাডোনাকে কখনো খেলতে দেখিনি। অবশ্যই কিছু মিডিয়ার (ইউটিউব, ফেসবুক, টুইটার) মাধ্যমে তার খেলা দেখার সুযোগ আছে। তার অর্জন সম্পর্কে জানা যায়। কিন্তু মেসি প্রতিদিন একই ক্ষুধা নিয়ে খেলতে নামে। আর এ কারণেই মেসি আমার পছন্দের খেলোয়াড়।’

মেসির খেলা যে নিয়মিত দেখেন সাকিব তা তার কথা শুনেই বুঝা যায়। বাংলাদেশের অসংখ্য মানুষ রাত জেগে আধুনিক ফুটবলের সবচেয়ে বড়তারকার খেলা দেখে এটা বেশ ভাল করেই জানে হার্শা। তাইতো সাকিবকে রসিকতা করে বলেন, ‘শিরোনাম কিন্তু আসছে।’

নিউজক্রিকেট/এমএস

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্যসমূহ »

মন্তব্য করুন »