মাশরাফির ব্রেসলেটের ভিত্তি মূল্য ৫ লক্ষ টাকা!

নিউজ ডেস্ক »

করোনায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াতে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা তাদের নিজেদের কাছে জিনিস গুলো নিলামে তুলছেন। এবার সে দলে যোগ হলে মাশরাফি বিন মুর্তজা। তিনি তুলছেন তার নিজের ব্রেসলেট। যার ভিত্তি মূল্য ৫ লক্ষ টাকা।

মাশরাফির এই ব্রেসলেটটি তার ক্রীড়াপথের সাথী৷ তিনি প্রায় ১৮ বছর ধরে তার এই ব্রেসলেটটি ব্যাবহার করে আসছেন। এটিতে লেখা আছে মাশরাফির নাম। আর করোনায় কষ্টে থাকা মানুষদের সাহায্য করতেই তিনি এটি নিলামে তুলছেন।

সিলভারের ব্রেসলেটটি নিলামে উঠবে “অকশন ফর অ্যাকশন” প্ল্যাটফর্ম থেকে। নিলাম শুরু আজ এখন থেকেই ৷ চলবে আগামী রবিবার রাত ( ১৭ই মে) ১০.৩০টাই লাইভের মাধ্যমে।

উল্লেখ্য, এর আগে সাকিব, মুশকিক, সৌম্য, তাসকিনরা তাদের নিজেদের ক্রিকেটীয় সামগ্রী নিলামে তুললেও এই প্রথম কোনো খেলোয়াড় তার ব্যক্তিগত ব্যবহারের জিনিস নিলামে তুলছেন৷

বাংলাদেশ সময়ঃ ৪:৪০ পিএম

নিউজক্রিকেট/আরআর।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »