নিউজ ডেস্ক »
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দীর্ঘ ৪ মাস পরে এই প্রথম মাঠে ফিরেছেন জাতীয় দলের ওপেনার নাজমুল হোসেন শান্ত। এত লম্বা সময় পর মাঠে ফিরতে পেরে স্বস্তি অনুভব করছেন তিনি।
আজ (২৫ জুলাই) রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে ফিটনেস ঝালিয়ে নিয়েছেন এই তরুণ ক্রিকেটার। বেশ কিছুক্ষন তিনি রানিং করেছেন। অনুশীলন শেষে ভিডিও বার্তায় জানান তিনি মাঠে ফেরাটা ধারুণ উপভোগ করছেন।
তিনি বলেন,`মাঠে এসে অনেক ভালো লাগছে। অনেক দিন মাঠে এসে অনুশীলন করতে পারলাম। আগে কখনই এমন হয়নি যে, ৩-৪ মাস বাসায় বসে ছিলাম। নতুন একটা অভিজ্ঞতা ছিল। অনেক দিন পর মাঠে এসে অনুশীলন করতে পেরে অনেক আনন্দিত এবং অনেক উপভোগ করেছি।
উল্লেখ্য, দেশের বিভিন্ন স্ট্যাডিয়ামে জাতীয় দলের অনেক ক্রিকেটার ইতিমধ্যে ব্যাক্তিগত অনুশীলন শুরু করেছেন। তাদের মত আছেন মুশফিকুর রহিম,মোহাম্মদ মিথুন, শফিউল ইসলাম,ইমরুল কায়েস, তাসকিন আহমেদরা।
নিউজক্রিকেট/আরআর