নিউজ ডেস্ক »
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা লাখো মানুষের অনুপ্রেরণা হয়ে উঠেছেন তার দুর্দান্ত ক্রিকেট ক্যারিয়ার এবং অসম্ভব সুন্দর জীবনচরিতের মাধ্যমে। আবার সেই মাশরাফি মাঠে খেলতে নামার আগে নিজের মনের জোর বাড়াতে তিনজন বিশেষ ব্যক্তিকে ফোন করেন। তাদের সাথে কথা বললে ভাল খেলার অনুপ্রেরণা পান মাশরাফি। তারা হলেন মাশরাফির মা, তাঁর স্ত্রী এবং তার একজন মামা। গতকাল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বর্তমান ওডিয়াই অধিনায়ক তামিম ইকবালের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভ আড্ডায় তামিমের প্রশ্নের জবাবে এই কথা জানান মাশরাফি।
লাইভ চলাকালীন এক পর্যায়ে তামিম মাশরাফিকে উদ্দেশ্যে করে বলেন, ‘মাশরাফি ভাই, আমি খেয়াল করছি, আপনি বাসে করে যখন মাঠে যান খেলার দিনে এবং মিরপুরের কাছাকাছি যখন আমরা এসে যাই তখন আপনি ২ জন ব্যক্তিকে ফোন করেন। একজন আপনার মা, আরেকজন আপনার মামা। কেন ফোন করেন? আমার মা’কে ফোন করা স্বাভাবিক বিষয়, কিন্তু মামাকে কেন?’
জবাবে মাশরাফি বলেন, ‘না আমি তিনজনকে ফোন করি। বিয়ের পর থেকে আমার স্ত্রীকে ফোন করি। মা’কে ফোন করি। আর মামাকে ফোন করি কারণ মামার কাছে আমি ছোটবেলা থেকে বড় হইছি। তাদের সাথে কথা বললে ভেতর থেকে একটা শক্তি আসে। এই তিনজনের সাথে আমি সব ম্যাচের আগেই কথা বলি সেটা প্রস্তুতি ম্যাচ হোক, ঢাকা লীগের ম্যাচ হোক বা আন্তর্জাতিক ম্যাচ হোক। বিদেশে থাকলেও আমি তাদের ফোন করি।’
বাংলাদেশ সময়ঃ ৭:৪০ পিএম
নিউজক্রিকেট/এমএস