মাটির ব্যাংকে টাকা জমিয়ে মোসাদ্দেক এর জন্য উপহার নিয়ে আসলো ক্ষুদে ভক্ত

নিউজ ডেস্ক »

ছোট্ট এক বালক, যার বেড়ে উঠার অবলম্বন আর গর্জে উঠার প্রেরণা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ অলরাউন্ডার মোসাদ্দেক হোসাইন সৈকত। তাঁর ভাষায় রিয়েল লাইফের হিরো এবং স্বপ্নের মানুষকে উপহার দেওয়ার জন্য একটি একটি পয়সা জমিয়েছে মাটির তৈরী ব্যাংকে। পূরণ করলো সেই স্বপ্নও।

আজ কাঙ্ক্ষিত উপহার নিয়ে এসেছে সেই স্বপ্নের মানুষ মোসাদ্দেক হোসাইন সৈকতের কাছে। সৈকতের হাতে তুলে দিয়েছে বেশ কিছু চকোলেট। হোক না যাই, ভালোবেসে দেওয়া একটি সাদা কাগজও যে আকাশসম আনন্দ আর একরাশ তৃপ্তির। চোখে মুখে সেই আনন্দ আর তৃপ্তি ধরা পড়েছে এই শিশুটির।

এদিকে ছোট্ট শিশুর অকৃত্রিম ভালোবাসায় সিক্ত সৈকতও তাঁকে গ্রহণ করেছে পরম মমতায়। বুকে জড়িয়েছেন ক্ষুদে এই ভক্তকে, হাত বুলিয়ে দিয়েছেন মাথায়। নিয়েছেন তাঁর উপহার। পালন করেছেন ভক্তের নিকট তাঁর দায়িত্বও।

একটি ক্রিকেট ব্যাটে সেই শিশুটিকে অটোগ্রাফ দিয়েছেন জাতীয় দলের এই তারকা। আধুনিক যুগের অন্যতম চাহিদা, ছবি তোলার আবদারও মিস করলেন না তিনি। শিশুটির সাথে বেশ কিছু ছবি তুলেছেন মোসাদ্দেক, যা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল হয়।

নিউজক্রিকেট/ইমতিয়াজ

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »