ভারত- অস্ট্রেলিয়ার শিরোপার লড়াইয়ের দিনে লড়াই হবে শামি-জাম্পার মধ্যেও-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

দীর্ঘ দেড় মাস নানা অঘটন আর রোমাঞ্চকে সাক্ষী করে রোববার (১৯ নভেম্বর) পর্দা নামছে ওয়ানডে বিশ্বকাপের ১২তম আসরের।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ভারত-অস্ট্রেলিয়ার শিরোপার লড়াইয়ের এদিনে ২২ গজে লড়টাইটা হবে দুই বোলার মোহাম্মদ শামি ও অ্যাডাম জাম্পার মধ্যেও। আসরের সর্বোচ্চ উইকেট শিকারি কে হচ্ছেন, সেটা চূড়ান্ত হবে এ ম্যাচেই।

সবকিছু ছাপিয়ে বিশ্ব এখন আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শিরোপার লড়াই দেখতে মুখিয়ে। অস্ট্রেলিয়ার সামনে মিশন হেক্সা আর ২০০৩ বিশ্বকাপের প্রতিশোধ নিয়ে ভারতের লক্ষ্য তৃতীয় শিরোপা উঁচিয়ে ধরা।

আগামীকাল (রবিবার) আহমেদবাদে এক লাখের বেশি সমর্থকের সামনে অস্ট্রেলিয়া-ভারত শিরোপার লড়াইয়ে নামলেও মোহাম্মদ শামি ও অ্যাডাম জাম্পার মধ্যে লড়াইটা হবে উইকেট দখলের। ৬ ম্যাচে ২৩ উইকেট নিয়ে এখন পর্যন্ত আসরের সর্বোচ্চ ‍উইকেট শিকারি ভারতীয় পেসার শামি। আসরের প্রথম চার ম্যাচে একাদশে জায়গা হয়নি তার। নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে সুযোগ পেয়েই বাজিমাত করেছিলেন তিনি। ৫৪ রান খরচায় তুলে নিয়েছিলেন ৫ উইকেট। এরপর তাকে আর বেঞ্চে রাখার চিন্তাই করতে পারেনি টিম ম্যানেজমেন্ট।

শামির লড়াইটা আপাতত অ্যাডাম জাম্পার সঙ্গে। ১০ ম্যাচে ২২ উইকেট নিয়ে চলতি আসরে সর্বোচ্চ উইকেট শিকারির দৌড়ে আছেন এ অজি স্পিনারও। শামিকে পেছনে ফেলা ছাড়াও তার সামনে আছে আরও একটি রেকর্ড দখলে নেয়ার সুযোগ। ভারতের বিপক্ষে এ ম্যাচে ২ উইকেট পেলে অন্য একটি মাইলফলক স্পর্শ করবেন তিনি। ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে ২৩ উইকেট নিয়ে এক আসরে সর্বোচ্চ উইকেট শিকারি স্পিনার এখন পর্যন্ত শ্রীলঙ্কার সাবেক কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন। ২০০৭ সালের বিশ্ব আসরে তিনি এ রেকর্ড গড়েন। জাম্পার সামনে সুযোগ তাকে পেছনে ফেলে বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারি স্পিনার হওয়ার।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »