নিউজ ডেস্ক »
অক্টোবরে হতে যাওয়া আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত হলে সে সময় ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই আইপিএল আয়োজন করতে চায় সেটি পুরোনো খবর। গুঞ্জন আছে এবারের আইপিএল হয়তো ভারতের বাইরে আয়োজন করবে। কিন্তু বিসিসিআই চাইছে ভারতেই আইপিএল আয়োজন করতে।
ভারতের করোনা পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে। এমন অবস্থায় তাদের আইপিএল শ্রীলঙ্কা ও আরব আমিরাতে আয়োজনের প্রস্তাবও ইতিমধ্যে পেয়েছে। গুঞ্জন আছে নিউজিল্যান্ডও নাকি প্রস্তাব দিয়েছে নিউজিল্যান্ডে আইপিএল আয়োজনের জন্য।
কিন্তু এসব প্রথমে রাখছেনা বিসিসিআই। তাদের প্রথম গুরুত্ব পাচ্ছে তাদের দেশ ভারত। তারা আগে ভারতে আয়োজনের ব্যাপারে ভাববে। এই ব্যাপারটি নিশ্চিত করেছে বিসিসিআই ট্রেজারার অরুণ ধামাল।
অরুণ বলেন, ‘আমাদের প্রথম পছন্দ ভারত। তারপরেই আমরা বিদেশের কথা চিন্তা করবো। কয়েকটি দেশ আমাদের প্রস্তাব দিয়েছে তাদের দেশে আইপিএল আয়োজন করার জন্য। আমরা এসব ব্যাপারে মিটিংয়ে বসবো। এরপরেই সেখানে একটি সিদ্ধান্ত নেবো। এখন পরিস্থিতি খারাপ তাই সবাই চাপে আছে।’
নিউজক্রিকেট/রীম