বড় শাস্তি থেকে রক্ষা পেলেন ক্রিস গেইল

নিউজ ডেস্ক »

কিছুদিন আগে দল বদল নিয়ে এক ভিডিও বার্তায় নিজের ক্ষোভ ঝেড়েছিলেন ক্রিস গেইল৷ জ্যামাইকা তালওয়াশের সহকারী কোচকে এই দল বদলের জন্য দায়ী করে সাপ বলে আখ্যায়িত করেছিলেন তিনি। যা সিপিএল এর আচরণবিধি লঙ্ঘনের পর্যায়ে পরে৷ এতে বড় শাস্তি পেতে পারতেন টি২০ ক্রিকেটের ফেরিওয়ালা। তবে দোষ স্বীকার করায় শাস্তির হাত থেকে বেঁচে গেছেন এই তারকা ক্রিকেটার।

ভিডিও বার্তায় শুধু সহকারী কোচ সারওয়ানকেই হেয় করেননি ফ্রাঞ্চাইজির কর্মকর্তাদের দিকেও আঙ্গুল তোলেন তিনি৷ এতে স্বাভাবিক ভাবেই বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর ঘোষণা দেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সভাপতি রিকি স্কিরিট। স্কিরিট বলেছিলেন,’ যখন কোন খেলোয়াড় বোর্ড বা ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তিতে থাকে, তখন সেই চুক্তির কারণেই অপবাদ দেয়ার মতো কোন কথা বলতে পারে না। বললে সেটা চুক্তিতেই একটা কালো দাগ বসিয়ে দেয়। আমার মনে হয় গেইলকে কিছু একটার মুখোমুখি হতে হবে। এখন সিপিএল আয়োজকদের সঙ্গে গেইলের আলোচনা চলছে। কারণ গেইল একটা দলের সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছে।’

তবে এবার আর তার প্রয়োজন পরেনি বলে জানায় ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ ( সিপিএল) এর আয়েজক কমিটি। গেইল দোষ স্বীকার করে নেওয়ায় শুনানিরও দরকার হয়নি। সিপিএল এর আয়োজক কমিটি জানান,’ গেইলের বিরুদ্ধে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ ও সিপিএল কমিটির কাছে যে অভিযোগ এসেছিলো তা আমরা নিষ্পত্তি করার চেষ্টা করেছি। গেইল স্বীকার করে নিয়েছে যে তার মন্তব্যটি সিপিএল টুর্নামেন্ট কমিটি আর ব্র্যান্ডের জন্য ক্ষতিকর। আর সে সৎ বিশ্বাসের সাথে কাজ করার আশ্বাস দিয়েছে। তাই তো আর কোন শুনানির প্রয়োজন হয়নি।’

বাংলাদেশ সময়: ২:১০ পিএম

নিউজক্রিকেট/কেএমএইচ

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »