ব্রডের বোলিং তোপে ১ম ইনিংসে অল্প রানেই গুটিয়ে যায় ক্যারিবিয়ানরা

নিউজ ডেস্ক »

ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রডের জাদুকরী বোলিংয়ে চলমান টেস্ট সিরিজের সিরিজ নির্ধারণী ম্যাচের তৃতীয় দিনে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১৯৭ অলআউট হয়ে যায় সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। দলের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান করেন অধিনায়ক জেসন হোল্ডার।

এর আগে গতকাল (শনিবার) ম্যাচের ২য় দিনে কেমার রোচের অসাধারণ বোলিংয়ে ইংলিশদের ১ম ইনিংস থামে ৩৬৯ রানে। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রডের সুইংয়ে ১১০ রান তুলতেই ৬ উইকেট হারায় ক্যারিবিয়ানরা। এই অবস্থায় অধিনায়ক জেসন হোল্ডার তরুণ উইকেট কিপার ব্যাটসম্যান শেন ডওরিচ হাল ধরে দ্বিতীয় দিন পার করেন। তখন দলের রান ছিল ১৩৭।

আজ (রবিবার) ম্যাচের ৩য় দিনের শুরুতে এই দুই ব্যাটসম্যান দেখে শুনে খেলে দলকে বড় ইনিংসের স্বপ্ন দেখান। তবে দলীয় ১৭৮ রানে হোল্ডার এবং ডওরিচের ৬৮ রানের কার্যকরী জুটির পতন ঘটান স্টুয়ার্ট ব্রড হোল্ডারকে এলবি ডব্লিওর ফাদে ফেলে। পরের তিনটি উইকেট দ্রুত তুলে নিয়ে ক্যারিবিয়ানদের গুটিয়ে দেন স্টুয়ার্ট ব্রড। মাত্র ১৯ রানের ব্যবধানে ক্যারিবিয়ানরা শেষ চার উইকেট হারায়। সবকটি উইকেট তুলে তুলে নেন ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড তার বিষমাখা সুইংয়ে। ব্রড ৩১ রানের বিনিময়ে ৬ উইকেট লাভ করেন। ক্যারিবিয়ানদের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান করেন শেন ডওরিচ।

নিউজক্রিকেট/ এমএস

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »