বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরি এখন ম্যাক্সওয়েলের-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

মাত্র ১৮ দিন আগে দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান এইডেন মার্করাম গড়েছিলেন বিশ্বকাপ ইতিহাসের দ্রুততম সেঞ্চুরি হাঁকানোর রেকর্ড। কিন্তু, খুব বেশিদিন সেই রেকর্ডটা ধরে রাখতে পারলেন না তিনি।অজি ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েলের কাছে ১৮ দিন না যেতেই হারিয়েছেন এই রেকর্ডটি।

নেদারল্যান্ডসের বোলারদের কচুকাটা করে মাত্র ৪০ বলেই তুলে নিয়েছেন সেঞ্চুরি। যা বিশ্বকাপেই দ্রুততম সেঞ্চুরির নতুন রেকর্ড। শেষ পর্যন্ত ম্যাক্সওয়েল থামেন ১০৬ রানে।

বুধবার (২৫ অক্টোবর) দিল্লির ফিরোজ শাহ কোটলায় (বর্তমানে অরুন জেটলি স্টেডিয়াম) নেদারল্যান্ডসের বোলারদের নিয়ে যেন ছেলেখেলায় মেতেছিল অজি ব্যাটাররা। অভিজ্ঞ ওপেনার ডেভিড ওয়ার্নার ৮৯ বলেই সেঞ্চুরির দেখা পেয়েছিলেন। রান এসেছিল স্টিভেন স্মিথ এবং মার্নাস লাবুশেনের ব্যাটেও।

তবে তাদের সবাইকে টপকে যান রানখরায় ভুগতে থাকা গ্লেন ম্যাক্সওয়েল। একের পর এক চার-ছয়ে ডাচ বোলারদের দুঃস্বপ্নই উপহার দিয়েছেন তিনি। মাত্র ৪০ বলে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন ম্যাক্সওয়েল।

বাস ডি লিডের বলে ছয় মেরে করেন বিশ্বকাপের নতুন রেকর্ড। ভেঙ্গে দেন ১৮ দিন আগে গড়া এইডেন মার্করামের রেকর্ডকেও। শেষ পর্যন্ত ৪৪ বলে ৯ চার ৮ ছক্কা ১০৬ রানে থামেন তিনি।

বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরি:
*গ্লেন ম্যাক্সওয়েল- ৪০ বল
*এইডেন মার্করাম-৪৯ বল
*কেভিন ও ব্রায়ান -৫০ বল
*গ্লেন ম্যাক্সওয়েল -৫১ বল
*এবি ডি ভিলিয়ার্স -৫২ বল

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »