বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলের জার্সি নিয়ে নতুন বিতর্ক

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-1/c0.0.240.240a/p240x240/51944597_2359806007364192_9161774462004101120_n.jpg?_nc_cat=102&_nc_eui2=AeFcipYmUQ-zg44wTqI_uZtpFgfJ4Exn1XfSEN67qwlIW2D6Rn9MoK6IjCWRQM0f2UXeldOwo28xNalSOoWbLYyQiCB4RD_YmCz3baSliAHc9w&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=340b0eaa925f43012c08a04eecfc634d&oe=5D09FC50 »

আগামি ৩০ মে থেকে শুরু হতে যাচ্ছে ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় আসর আইসিসি বিশ্বকাপ ২০১৯। আসরে অংশ নেয়া সব কয়টি দলই ইতোমধ্যে ঘোষণা করে ফেলেছে তাদের নিজেদের স্কোয়াড। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করার পর বিশ্বকাপের অংশ হিসেবে আজ (সোমবার) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হয়ে গেছে জার্সি উন্মোচন পর্ব।

বিশ্বকাপের জন্য জার্সি উন্মোচনের পর ক্রিকেটাররা সেই জার্সি গায়ে অফিশিয়াল ফটো সেশনে যোগ দে। আর সেই ছবি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে শুরু হয় বিতর্ক। বাংলাদেশ দলের বিশ্বকাপের জার্সি হিসেবে দুটি জার্সি তৈরি করা হয়েছে। যেখানে একটি জার্সিতে রয়েছে সম্পূর্ণ লাল রঙ এবং অপরটিতে শুধুই সবুজ রঙ। ক্রিকেট ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সবুজ রঙয়ের জার্সিকে তুলনা করছেন পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সির সাথে কেউ কেউ আবার লাল রঙয়ের জার্সির সাথে তুলনা করছেন জিম্বাবুয়ের জার্সির সাথে।

সবচেয়ে বেশি বিতর্ক হচ্ছে সবুজ রঙয়ের তোইরি জার্সিটি নিয়ে। সাধারণত অন্য সময় টাইগারদের জার্সিতে সবুজের সাথে লাল রঙয়ের মিশ্রণে বাংলাদেসের পতাকার মিল খুঁজে পাওয়া গেলেও এবার সেটি দেখা যায়নি। তাই এটা নিয়ে ফেসবুকে তীব্র সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছে ক্রিকেট বোর্ড।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »