নিউজ ডেস্ক »
করোনা ভাইরাসের কারণে আপাতত স্থগিত বিশ্বের বিভিন্ন ক্রিড়া যজ্ঞ। ক্রিকেটের মত জৌলুশ পূর্ন খেলাও এখন বন্ধ হয়ে আর্থিক ক্ষতির মুখে। বেশ কিছু গুরুত্বপূর্ণ সিরিজের পাশাপাশি ২০২০ টি২০ বিশ্বকাপের ভাগ্যও ঝুলছে করোনা পরিস্থিতির উপর। পরিস্থিতির উন্নতি না হলে নতুন করে ভাবতে হবে আইসিসিকে। এদিকে ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টের সাবথেকে বড় আসর আইপিএলও পিছিয়ে গিয়েছে। এতে বিসিসিআই-সহ বিভিন্ন ক্রিকেটাররাও বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পরেছেন। বিশ্বকাপের আগে আইপিএল এর মত আসরে কিছুটা অনুশীলনও হয়ে যেতো ক্রিকেটারদের। তাই বিশ্বকাপের জন্যই আইপিএল আয়োজন গুরুত্বপূর্ণ বলে মনে করেন অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্স।
আইপিএল থেকে অনেক বিষয় শেখার আছে। বিভিন্ন পরিস্থিতির মোকাবেলা করতে হয় এই টুর্নামেন্টে। যা বিশ্বকাপে বেশ কাজে আসতো বলে জানান এই অজি তারকা। কামিন্স বলেন, ‘টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য এ বারের আইপিএল গুরুত্বপূর্ণ।’
আইপিএল থেকে অনেক কিছুই শেখার থাকে। বিভিন্ন কঠিন পরিস্থিতির মোকাবেলা করেছেন এই ক্রিকেটার। কোলকাতার হয়ে খেলার সময় জ্যাক ক্যালিস, রাহুল দ্রাবিড়, ওয়াসিম আকরামদের সান্নিধ্য তাকে আরও পোক্ত করে তুলেছেন বলেও জানিয়েছে কামিন্স। কামিন্সের মতে, ‘আগের আইপিএল-এ শেষের দিকে বল করতাম। হয় জিতবো না হয় হারবো, এরকম পরিস্থিতিতে আমি বল করেছি। আর ওরকম চাপের মুখে বল করে অনেক কিছু শিখেছি। বলা যেতে পারে, ওরকম পরিস্থিতি আমাকে দ্রুত পরিণত করে তুলেছে।’
তিনি আরও বলেন, ‘রাহুল দ্রাবিড় আমার কোচ ছিল। আমি জাক ক্যালিসের সঙ্গে খেলেছি কেকেআর-এ। কেকেআর-এ খেলার সময়ে ওয়াসিম আক্রম আমার বোলিং কোচ ছিল। এঁদের কাছ থেকে অনেক কিছু শেখা গিয়েছে। প্রতিবারই আমার মনে হয়েছে ছয়-সাত সপ্তাহ আমাকে অনেকটাই অভিজ্ঞ করে দিয়েছে।’
বাংলাদেশ সময়ঃ ১১:৩০ এএম
নিউজক্রিকেট/কেএমএইচ