বিদেশ সফরে পরিবার নিয়ে যেতে পারবেন না বাংলাদেশি ক্রিকেটাররা

নিউজ ডেস্ক »

বিদেশে কোন অল্প সময়ের সফরে ক্রিকেটাররা তাদের পরিবার নিয়ে যেতে পারবেন না বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট পরিচালকের প্রধান আকরাম খান। তিনি আজ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। মূলত পূর্বের খারাপ অভিজ্ঞতা থেকে এই সিদ্ধান্ত নেয়া।

তবে সফর যদি লম্বা হয় সেক্ষেত্রে ক্রিকেটাররা তাদের পরিবার সঙ্গে নিয়ে যেতে পারবেন কিছুদিনের জন্য । আকরাম খান বলেন, ‘কোন বিদেশ সফরে এখন থেকে ক্রিকেটাররা পরিবার নিয়ে যেতে পারবেন না। এটা করোনা পরিস্থিতির জন্য নেয়া নয়। ভবিষ্যতে করোনা পরিস্থিতি ভালো হলেও ক্রিকেটাররা তাদের পরিবার নিয়ে যেতে পারবে না।’

মূলত ২০১৯ বিশ্বকাপের বাজে এক অভিজ্ঞতার কারণে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান। ১৯ বিশ্বকাপের মাঝে ৫-৬ দিনের একটি লম্বা ছুটিতে অনুশীলন না করে ক্রিকেটাররা পরিবারের সাথে অবসর সময় কাটান। আর এতেই অনেকেই মনে করেন বাংলাদেশ ক্রিকেট দলের পারফরম্যান্স বিশ্বকাপে খারাপ হয়েছে।

আকরাম খান আরও বলেন, ‘গত বিশ্বকাপের বাজে এক অভিজ্ঞতার কারণে এ সিদ্ধান্ত নেয়া হবে। আগামী বোর্ড মিটিংয়ে এই ব্যাপার নিয়ে আলোচনা করা হবে। তবে লম্বা সফর হলে ক্রিকেটারদের কিছুটা ছাড় দেয়া হবে। দেড় মাসের উপরে সফল হলে ক্রিকেটারদের পরিবার কিছুদিন থাকতে পারবে।’

নিউজক্রিকেট/রীম

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »