নিউজ ডেস্ক »
সম্প্রতি বাবর আজমকে পাকিস্তান ওয়ানডে দলের নতুন অধিনায়ক ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)৷ এর আগে টি২০ দলের অধিনায়কত্ব করলেও একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এবারই প্রথম নেতৃত্ব ভাড় পরেছে বাবর আজমের কাঁধে। বয়স ভিত্তিক দল এবং টি২০ ক্রিকেটে অধিনায়কত্ব করলেও ইংরেজিতে কিছুটা দূর্বল বাবর আজম। এ নিয়ে বেশ কটাক্ষ শুনতে হয়েছে তাকে। তবে এবার ওডিআই ক্রিকেটে নেতৃত্ব পেয়ে ইংরেজি শিখছেন বাবার আজম।
নেতৃত্ব দিতে হলে সবার সাথে যোগাযোগ এবং মিডিয়া সামলানোর জন্য ইংরেজি শেখাটা জরুরি। বাবর আজমও জানেন এর গুরুত্ব। তাই এখন ইংরেজিও শিখেছেন বাবর আজম। বাবর আজম বলেন, ‘ভাল অধিনায়ক হতে গেলে সবার সঙ্গে কথা বলতে হবে, মিডিয়া সামলাতে হবে, দর্শকদের সামনে নিজের ভাব পরিষ্কার করতে হবে। সেই কারণেই ইংরেজি শেখাটা ভীষণ জরুরি। আজকাল আমি ইংরেজি শিখছি।’
প্রথমবার ওডিআই ক্রিকেটের দ্বায়িত্ব পেলেও এ নিয়ে কোন চাপ নেই বাবর আজমের। নেতৃত্ব পেলে চাপ নয় বরং দ্বায়িত্ব নিয়ে ব্যাটিং করা যায় বলে মনে করেন এই পাকিস্তানি তারকা ব্যাটসম্যান। এর আগেও বয়স ভিত্তিক ক্রিকেটে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা থাকায় তিনি বলেন,’ জাতীয় দলকে নেতৃত্ব দেওয়া সম্মানের ব্যাপার। আমার কাছে এটা মোটেও বোঝা নয়। অধিনায়ক হওয়ার পরে আমি আরও দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে পারব।’
অধিনায়ক হিসেবে নিজের আইডল হিসেবে মানেন পাকিস্তানের গ্রেট বর্তমান প্রধানমন্ত্রী এবং সাবেক বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খানকে। ইমরান খানের সতই আগ্রাসী নেতৃত্ব দিতে চান বাবর আজম। বাবর আজমের ভাষায়, ‘ইমরান খান খুবই আগ্রাসী অধিনায়ক ছিলেন। আমি ওর মতোই হতে চাই। পাকিস্তান দলকে নেতৃত্ব দেওয়া সহজ নয়। তবে আমি সিনিয়র ক্রিকেটারদের কাছ থেকে অনেক কিছু শিখেছি। অনূর্ধ্ব ১৯ ক্রিকেট খেলার সময় থেকেই আমার নেতৃত্বের অভিজ্ঞতা রয়েছে।’
বাংলাদেশ সময়: ৩:৫০ পিএম
নিউজ ক্রিকেট২৪ / কেএমএএইচ