বাংলাদেশ চরম শিক্ষা দিয়েছিলো পেইনদের

নিউজ ডেস্ক »

উপমহাদেশের কন্ডিশন বরাবরই অস্ট্রেলিয়া কিংবা ইংলিশদের জন্য বড় চ্যালেঞ্জিং। আবহাওয়া হয়ে ওঠে দলের সবথেকে বড় প্রতিপক্ষ। তরুণদের জন্য এটা আরও কঠিন হয়ে ওঠে। ২০০৪ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে এসে বাংলাদেশের আবহাওয়া চরম শিক্ষা দিয়েছিলো টিম পেইন-ও’কিফ দের।

সেবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়ান অনূর্ধ্ব-১৯ দলকে নেতৃত্ব দিচ্ছিলেন টিম পেইন। নাফিস ইকবাল-মাহমুদুল্লাহদের কাছে হেরে সেবার প্লেট রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে পেইনের দলকে। স্থানীয় এক গণমাধ্যমকে সেই বিশ্বকাপের স্মৃতিচারণ করতে গিয়ে বাংলাদেশের আবহাওয়ার সাথে মানিয়ে নিতে প্রথম সপ্তাহ ছিলো বড্ড চ্যালেঞ্জিং। পেইন বলেন, ‘অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলকে নেতৃত্বে দেওয়ার সম্মান পেয়েছিলাম আমি। ওই সময়ের যেটি সবচেয়ে বেশি মনে পড়ে, বাংলাদেশের মতো একটি দেশে প্রথমবার যাওয়া, চোখ খুলে দেওয়ার মতো ব্যাপার ছিল সেটি, তেমন কিছুর অভিজ্ঞতা আগে কখনও হয়নি।’

তিনি আরও বলেন, ‘আমার মনে আছে, ওখানে প্রথম সপ্তাহে ছেলেরা সবাই ধাক্কা খেয়েছিল যে, অস্ট্রেলিয়ায় আমরা যেভাবে অভ্যস্ত, সেসবের চেয়ে কতটা আলাদা ওখানে। তরুণ একটি অস্ট্রেলিয়ান দলের জন্য সেখানে যাওয়া ও সেই অভিজ্ঞতা ছিল বড় একটি চ্যালেঞ্জ।’

এছাড়াও দেশের স্পিন বিষের কথাও ভোলেনি পেইন৷ উপমহাদেশে কিংবা বাংলাদেশের মাটিতে ম্পিন খেলা অনেকটা কঠিন। যা গত ১৫/১৬ বছরেও বদলায়নি বলে জানান পেইন৷ পেইনের ভাষায় ‘স্পিন খেলার কথাও মনে পড়ে আমার, ভাবছিলাম, ‘এটা কতটা কঠিন!’ এবং গত ১৫-১৬ বছরেও তা বদলায়নি।’

নিউজক্রিকেট/কেএইচএম

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »