বর্ষসেরা মুশফিক, তালিকায় রয়েছেন তামিমও

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-1/c0.0.240.240a/p240x240/51944597_2359806007364192_9161774462004101120_n.jpg?_nc_cat=102&_nc_eui2=AeFcipYmUQ-zg44wTqI_uZtpFgfJ4Exn1XfSEN67qwlIW2D6Rn9MoK6IjCWRQM0f2UXeldOwo28xNalSOoWbLYyQiCB4RD_YmCz3baSliAHc9w&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=340b0eaa925f43012c08a04eecfc634d&oe=5D09FC50 »

বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির (বিএসপিএ) বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পাচ্ছেন মুশফিকুর রহিম। ২০১৮ সালে  সেরা ক্রীড়াবিদদের মধ্যে ফুটবলার হিসেবে সেরা নির্বাচিত হয়েছেন তপু বর্মন। গতকাল (সোমবার) এক সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেন বিএসপিএ’র সভাপতি মুস্তফা মামুন।

১২টি বিভাগে এবার পুরস্কার দিতে যাচ্ছে বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি। এর মধ্যে ১০টি বিভাগের নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়েছে। বর্ষসেরা ক্রীড়াবিদের জন্য তিনজন ও পপুলার চয়েজ অ্যাওয়ার্ডের জন্য চারজনকে মনোনীত করা হয়েছে। আগামী শনিবার এই দুই বিভাগে সেরাদের নাম ঘোষণা করার কথা রয়েছে।

এদিকে পপুনার চয়েজের তালিকায়ও নাম রয়েছে মুশফিকুর রমিমের। বাকি দুজন হলে শ্যুটার আব্দুল্লাহ হেল বাকি এবং নারী ক্রিকেটার রুমানা আহমেদ তাছাড়া এই তালিকায় নাম রয়েছে তাইগার ওপেনার তামিম ইকবালেরও।

অন্যান্য বিভাগে বর্ষসেরা হয়েছেন- ব্যাডমিন্টনে শাপলা আক্তার, শুটিংয়ে আবদুল্লাহ হেল বাকী, উদীয়মান ক্রীড়াবিদ ফুটবলার সিরাত জাহান স্বপ্না, টেনিসে মেহেদী হাসান আলভী, কোচ গোলাম রব্বানী ছোটন, তৃণমূলের ক্রীড়াব্যক্তিত্ব হকি কোচ ফজলুল ইসলাম, সংগঠক মনসুর আলী, বিশেষ সম্মাননা সাবেক অ্যাথলেট নাজমুন নাহার বিউটি, সংগঠক নাজমুল হাসান পাপন। বর্ষসেরা পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »