ফিক্সিং ইস্যুতে এবার কাঠগড়ায় তিন লঙ্কান ক্রিকেটার!

নিউজ ডেস্ক »

ফিক্সিং বা পাতানো ক্রিকেটের জন্য অভিশাপ এক শব্দ। যে শব্দে অনেক কিছুই উলট-পালট হয়ে যায়। এই একটি শব্দই মেরে ফেলে লাখ লাখ মানুষের আবেগ, ভালোবাসা। সম্প্রতি ভারতীয় এক জুয়াড়ির কথা পুরো ক্রিকেট বিশ্বকে হতবাক করে দিয়েছে। তার ভাষ্যমতে ক্রিকেটের সব খেলা সাজানো, একটি সিনেমার মত। আর বড় বড় মাফিয়ারা এর পরিচালক।

সে কথার রেশ এখনো কাটেনি। এবার ফিক্সিংয়ের গন্ধ পাওয়া যাচ্ছে শ্রীলঙ্কান ক্রিকেটে৷ শ্রীলঙ্কান ক্রীড়া মন্ত্রী দালাস আলহাপপেরুমা জানান শ্রীলঙ্কান ৩ ক্রিকেটার আছেন আইসিসির কড়া নজরদারিতে। তবে দালাস কারো নাম প্রকাশ করেননি৷ নাম প্রকাশ না করে তিনি বলেন, ‘এটা অনেক দুঃখজনক ও হতাশার৷ খেলাধুলা অনিয়ম ও ব্যক্তিত্ব সংকটে ভুগছে।’

পরবর্তীতে নাম প্রকাশ না করলেও শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড জানায় এই তিন খেলোয়াড় এখন জাতীয় দলের বাইরে আছেন।

সম্প্রতি মাদক দ্রব্য নিজ গাড়িতে বহন করায় জেলে যান পেসার শিহাম মাদুসানকে। তাকে নিষিদ্ধ করা হয় শ্রীলংকান ক্রিকেট থেকে। তার ব্যাপারে শ্রীলঙ্কান ক্রীড়া মন্ত্রী বলেন, ‘এটা দুঃখজনক, তার কাছ থেকে আমরা অনেক কিছুই আশা করেছিলাম।’

নিউজক্রিকেট/আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »