নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চলতি ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াইয়ে আজ মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড।একমাত্র দল হিসেবে অপরাজিত থেকে সেমিফাইনালে উঠেছে ভারত। অন্যদিকে পয়েন্ট টেবিলের চতুর্থ দল হিসেবে সেমিতে এসেছে নিউজিল্যান্ড। হাই ভোল্টেজ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে।
গ্রুপ পর্বে ৯ ম্যাচে শতভাগ জয়ে বাড়তি আত্মবিশ্বাসী রোহিত শর্মার দল।নিজ মাটিতে ২০১১ সালে সর্বশেষ মুম্বাইয়ে শ্রীলংকাকে হারিয়ে বিশ্বকাপ শিরোপা ঘরে তুলেছিল ভারত। তৃতীয় শিরোপার জন্য দীর্ঘ অপেক্ষার পর আবারো ঘরের মাটিতে বিশ্বকাপের সেমিফাইনালে খেলা ভারতের সামনে এর চেয়ে ভাল সুযোগ আর আসবে না।
এদিকে শেষ দুই বিশ্বকাপে সেমিফাইনালে পরাজিত দল নিউজিল্যান্ড এবারের আসরে প্রথম চার ম্যাচে জয়ী হবার পর টানা চার ম্যাচে পরাজিত হয়। এ পর্যন্ত ১৩টি বিশ্বকাপে নিউজিল্যান্ড নবমবারের মত সেমিফাইনালে খেলছে।