পাকিস্তানের নতুন অধিনায়ক বাবর আজম

নিউজ ডেস্ক »

করোনা ভাইরাস প্রকোপের কারণে মাঠের সব খেলায় স্থগিত হয়ে রয়েছে। কবে নাগাদ ক্রিকেট মাঠে ফিরবে সেটার কোনো ইয়াত্তা নেই। তাই বলে ত আর বসে থাকলে চলবে না- বিষয়টা এভাবেই ভাবছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাইতো আজ ওয়ানডে ফরম্যাটের জন্য নতুন অধিনায়ক ঘোষণা দিয়েছেন।

সরফরাজ আহমেদ কে বাদ দিয়ে ওয়ানডে ফরম্যাটে পাকিস্তান ক্রিকেট বোর্ড নতুন অধিনায়কের ঘোষণা দিয়েছেন। নতুন দায়িত্ব পেলেন বাবর আজম। তাই তো ভবিষ্যতের কথা চিন্তা করে লকডাউন অবস্থাতেই ওয়ানডে অধিনায়কত্বে পরিবর্তন এনেছে পিসিবি। এ নিয়ে দুটি ফরম্যাটে অধিনায়কত্বের দায়িত্ব পেলেন বাবর আজম। গত বছর থেকে টি-২০ ক্রিকেটে পাকিস্তানকে তিনি নেতৃত্ব দিয়ে আসছেন বর্তমান সময়ে বিশ্বের সেরা এই ব্যাটসম্যান।

পাকিস্তানের প্রধান নির্বাচক ও প্রধান কোচ মিসবাহ-উল- হক বলেছেন, ‘মেয়াদ বাড়ানো ও অধিনায়কত্ব পাওয়ায় আজহার আলী ও বাবর আজমকে আমি অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে চাই। এটা অবশ্যই সঠিক সিদ্ধান্ত হয়েছে বলে আমি মনে করি।’

বাংলাদেশ সময়: ০৬:০০ পিএম

নিউজক্রিকেট/এসএস

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »