নিউজ ডেস্ক »
আইসিসির দুর্নীতি বিরোধী ধারা ভঙ্গের দায়ে গত ২৭ এপ্রিল ৩ বছরের জন্য সকল ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছিলেন পাকিস্তানের উইকেট রক্ষক ব্যাটসম্যান উমর আকমল। পাকিস্তান ক্রিকেট বোর্ড এক টুইট বার্তায় বিষয় নিশ্চিত করে। তবে উমর আকমলও ছেড়ে দেওয়ার পাত্র নয়। আজ (মঙ্গলবার) এই নিষেধাজ্ঞার বিপক্ষে আপিল করেছেন আকমল।
জিও টিভির ওয়েবসাইটের বরাত দিয়ে জানা যায়, পাকিস্তান ক্রিকেট বোর্ড আগামী ১৫ দিনের ভিতর আপিল শুনানির জন্য একটি স্বাধীন সালিশ নিয়োগ করবে।
ওয়েবসাইটটি আরও জানিয়েছে যে, আকমল নিয়োগ করেছেন সংসদীয় বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বাবর আওয়ানের আইন কমিশনকে তাঁর মামলায় সহায়তা করার জন্য।
উল্লেখ্য, আকমলের বিরুদ্ধে অভিযোগ, তিনি আইসিসির এন্টি করাপশন কোডের ২.৪.৪ ও ২.৪.৫ ধারা ভঙ্গ করেছেন যা মূলত দূর্নীতির প্রস্তাব পেয়ে তা গোপন করা।
বাংলাদেশ সময়: ৮:২০ পিএম
নিউজক্রিকেট/এমএস