নিউজ ডেস্ক »
ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনীকে নিয়ে সিনেমা হয়েছে। ধোনীর জীবনের গল্প নিয়েই নির্মিত হয় সেই সিনেমা। ভক্তদের বেশ সাড়াও পাওয়া গিয়েছিলো সেই সিনেমায়।
আচ্ছা এবার ভাবুন তো যদি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজাকে নিয়ে সিনেমা তৈরি হয়, তবে মাশরাফির চরিত্রে কাকে চাইবেন? এমনই এক প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন মাশরাফি।
প্রশ্নের জবাবে মাশরাফি জানান, ভবিষ্যতে বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার আত্মজীবনী নিয়ে সিনেমা হলে সে সিনেমার মূল চরিত্রে বাংলাদেশের চলচ্চিত্র অভিনেতা আরেফিন শুভকে পছন্দ।
সম্প্রতি দেশের সিনিয়র সাংবাদিক নোমান মোহাম্মদের সাথে লাইভ আড্ডায় কথা বলেন মাশরাফি বিন মুর্তজা। লাইভ আড্ডায় এক সময় মাশরাফির বায়োপিক সিনেমা হলে সেখানে নায়ক হিসেবে কাকে দেখতে চান এমন প্রশ্নের জবাবে মাশরাফি জানান, তার আরেফিন শুভকে পছন্দ৷ আর কারণও জানিয়েছেন তিনি।
মাশরাফি বলেন, ‘আমার বাংলাদেশে আরেফিন শুভকে পছন্দ। সে লম্বা আর স্মার্ট। হয়তোবা তাকেই দেখতে চাইবো।’
বাংলাদেশ সময়ঃ ১২:৪৫ পিএম
নিউজক্রিকেট/আরআর